‘ফরিদাবাদের ‘দুধেল গাই’ দের ধরেছে ডিজিটাল যোদ্ধারা’! কটাক্ষ তথাগতের

delhi-blast-tmc-bjp-political-clash

কলকাতা: সোমবার সন্ধ্যায় গাড়ি বোমা বিস্ফোরণে ছারখার হয়ে গেছে রাজধানী নয়াদিল্লি। এই আবহেই ফের মুখোমুখি তৃণমূল এবং বিজেপি। তৃণমূলের নেতারা সংবাদ সম্মেলনে বিস্ফোরণের শোক প্রকাশ করে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী মোদী ব্যর্থ। তিনি বাংলায় অনুপ্রবেশ নিয়ে ভাষণ দেন অথচ রাজধানীর মত জায়গাতে জঙ্গিরা এত বড় বিস্ফোরণ ঘটাল সে বিষয়ে কিছু বলছেন না কেন তিনি।

Advertisements

এই কটাক্ষের জবাবে ফের হাতে ব্যাট তুলে নিয়ে ঝোড়ো ইনিংস খেললেন বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায়। তিনি তার এক্স হ্যান্ডেলের পোস্টে তার স্বভাবসুলভ ব্যাঙ্গাত্মক সুরে বলেছেন বিরোধী নেতারা স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধান মন্ত্রীর সমালোচনা করছেন কিন্তু “ফরিদাবাদে তিন ডাক্তার মিঞার বাড়িতে যে প্রায় তিন টন বিস্ফোরক ধরা পড়ল, আমেদাবাদে যে আর এক ডাক্তার মিঞা রেড়ির তেলের বীজ থেকে মারাত্মক বিষ নিষ্কাশনের চেষ্টায় ছিল, ধরা পড়ল, তাদের বোধ হয় ধরেছে ভাইপোশ্রীর ডিজিটাল যোদ্ধারা ?”

   

পাকিস্তান আদালতে আত্মঘাতী বিস্ফোরণ, মৃত ৯, আহত ২১

তিনি এখানেই থামেননি তিনি আরও বলেছেন ফরিদাবাদ কাণ্ডে যারা ধরা পড়েছে তারা তৃণমূলের দুধেল গাই বলে তাদের কিছু বলা যাবে না। কিন্তু প্রধানমন্ত্রীকে কটাক্ষ করা যাবে। তথাগত ভারতের ইন্টেলিজেন্স এবং গোয়েন্দা সংস্থাদের পক্ষে দাঁড়িয়ে যুক্তি দিয়েছেন “পৃথিবীতে সবচেয়ে কর্মদক্ষ গোয়েন্দাবাহিনী বলা হয় ইজরায়েলের মোসাদকে, সবচেয়ে সম্পদশালী মার্কিন এফবিআই ও সিআইএ ।

Advertisements

তারাও ৫ই অক্টোবরের হামাসের হামলা আটকাতে পারল না, ৯/১১ আটকাতে পারল না ! মনমোহন সিংহের বাহিনী ২৬/১১ আটকাতে পারল না, তার কোনো প্রতিকার করতে বা প্রতিশোধ নিতেও পারল না – যেরকম নিয়েছে ইজরায়েল গাজা ধ্বংস করে বা ভারত অপারেশন সিঁদুর করে । তবে তিনি বর্ষীয়ান রাজনীতিবিদ সূচক মন্তব্যে বলেছেন এখন দলাদলি বা ভোটব্যাঙ্ক গোছানোর সময় নয়। এখন সব ভুলে মানবিকতার খাতিরে মানুষের এবং দেশের পাশে দাঁড়ানো উচিত।

রাজনৈতিক মহলও তথাগতের এই এক্স হ্যান্ডেল পোস্টের সমালোচনা করে লিখেছেন যে তথাগত একদম ঠিক বলেছেন ,কংগ্রেস আমলে জঙ্গিরা এসে নাশকতা চালিয়ে পালিয়ে যেত কিন্তু তার বদলে কোনও প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হতনা।

কিন্তু নরেন্দ্র মোদীর জমানাতে নাশকতা করে কেউ ছাড় পায়নি। তার প্রমান অপারেশন সিঁদুর। তারা আরও বলেছেন যে সেদিন সারা ভারতে দু জায়গায় নাশকতার পরিকল্পনা ভেস্তে দেওয়া হয়েছিল এবং তার কৃতিত্ব ভারতের গোয়েন্দা বাহিনীর তৃণমূলের নয়। তাই তারা সমালোচনা দূরে রেখে দেশের জন্য এগিয়ে আসুক।