INDIA জোটে তৃণমূল থাকায় ল্যাজেগোবরে সিপিআইএম, ক্ষুব্ধ সমর্থকদের ক্লাস করানোর নির্দেশ

লোকসভা ভোটের INDIA জোট সামনে রেখে জাতীয় ক্ষেত্রে ও রাজ‌্য রাজনীতিতে পার্টির দ্বিমুখী অবস্থান স্পষ্ট করাই লক্ষ্য। তাই সদস‌্যদের পার্টি লাইন বোঝাতে পথে নামবে সিপিআইএম।…

লোকসভা ভোটের INDIA জোট সামনে রেখে জাতীয় ক্ষেত্রে ও রাজ‌্য রাজনীতিতে পার্টির দ্বিমুখী অবস্থান স্পষ্ট করাই লক্ষ্য। তাই সদস‌্যদের পার্টি লাইন বোঝাতে পথে নামবে সিপিআইএম। জোটে তৃণমূল থাকায় ক্ষুব্ধ সমর্থকদের কৈফিয়ৎ দিতে দিতে নাজেহাল নেতারা।

সিপিআইএম রাজ্য কমিটি এই লক্ষ্যে মিট দ‌্য ফ‌্যামিলি, কর্মসূচি নিয়েছে সিপিআইএম। তবে দলের দাবি, পঞ্চায়েত ভোটে আক্রান্ত কর্মী সমর্থকদের খোঁজ নিতে বাড়ি যাওয়া। ইন্ডিয়া জোট নিয়ে অস্বস্তি কাটাতে ও সাধারণ কর্মী সমর্থকদের পার্টির লাইন বোঝানোর কাজও চলবে এই মিট দ‌্য ফ‌্যামিলি কর্মসূচিতে। মূল লক্ষ্য বিজেপি যে প্রচার শুরু করেছে তাতে বিভ্রান্ত হয়ে পার্টির কর্মী সমর্থকরা যাতে পদ্ম শিবিরে চলে না যায়।

   

দুই, ১৩ আগস্ট রাজ‌্যজুড়ে পাঠচক্র কর্মসূচি নিয়েছে আলিমুদ্দিন। জাতীয়স্তরে গঠিত ‘ইন্ডিয়া’ জোটে কেন তৃণমূলের সঙ্গে সিপিএম, সেটাই ব‌্যাখ‌্যা করা হবে জেলায় জেলায় পাঠচক্রের ক্লাসে। সেখানে বলে দেওয়া হবে, জাতীয়স্তরে বিজেপিকে আটকাতে তৃণমূলের সঙ্গে একজোটে থাকলেও রাজ্যে লড়াই বিজেপি ও তৃণমূল উভয়ের বিরুদ্ধেই। পাটনা ও বেঙ্গালুরুতে বিজেপি বিরোধী জোটের বৈঠকে তৃণমূলের সঙ্গে সিপিআইএমের থাকা নিয়ে পার্টির নিচুতলায় প্রশ্ন উঠেছে।

‘ইন্ডিয়া’ জোট নিয়ে পার্টি সম্পর্কে বিভ্রান্তি কাটাতে ও বিজেপির অপপ্রচার রুখতেই কার্যত মিট দ‌্য ফ‌্যামিলি ও পাঠচক্র কর্মসূচি নেওয়া হয়েছে।বামে ফেরা ভোট ফের বিজেপিতে চলে যেতে পারে। যে সমস্ত ভোট ব্যাঙ্ক বিজেপির কাছ থেকে সবেমাত্র ফিরতে শুরু করেছিল সেটাও ধরে রাখা যাবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

এক সিপিআইএম নেতার কথায়, ইন্ডিয়া জোটে তৃণমূলের সঙ্গে থাকা নিয়ে এ রাজ্যে বিজেপি যে অপপ্রচার করে বামেদের ভোট কাটতে চাইছে সেই বিভ্রান্তিও কাটানো হবে পাঠচক্র কর্মসূচির মাধ‌্যমে। ১৩ আগস্ট পাঠচক্র কর্মসূচির জন‌্য পার্টির তরফে একটি নোট তৈরি করা হয়েছে, যা জেলায় জেলায় পৌঁছে দেওয়া হচ্ছে।