HomeBharatPolitics'আমি ডিভিসির সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করব': মুখ্যমন্ত্রী

‘আমি ডিভিসির সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করব’: মুখ্যমন্ত্রী

- Advertisement -

বৃষ্টির জলে বানভাসি বাংলা৷ তার উপর আবার ডিভিসি জল ছাড়তে শুরু করে দিয়েছে৷ দক্ষিণবঙ্গের একাধিক জেলা জলমগ্ন। গতকাল বুধবার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে হুগলি, মেদিনীপুর সফরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেখানে গিয়ে বন্যার জন্য ডিভিসিকেই কাঠগড়ায় তোলেন তিনি। পরশুড়ায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে ডিভিসির(DVC) পাশাপাশি ঝাড়খণ্ডের হেমন্ত সরকারকেও তোপ দেগে মমতা বলেন, “নিজেদের রাজ্যকে বাঁচাতে ডিভিসি জল ছাড়ছে ঝাড়খণ্ড। আর তাতে বাংলা ডুবছে।”

ডিভিসির ওপর কার্যত ক্ষোভ উগরে দেন তিনি। বাংলার ক্ষতি করছে ডিভিসি। ইচ্ছা করে বাংলার ক্ষতি করতে চাইছে কেন্দ্রীয় সংস্থাটি। এই মর্মেই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পুরনো ‘ম্যানমেড বন্যা’ তত্ত্ব বলে দাবি করেছেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি সত্বেও আবার জল ছাড়ল ডিভিসি (DVC)। বৃহস্পতিবারও দামোদর উপত্যকার বিভিন্ন বাঁধ ও জলাধার থেকে জল ছাড়া শুরু হয়েছে। বৃহস্পতিবার ডিভিসির(DVC) বিবৃতি জানাচ্ছে, মাইথন এবং পাঞ্চেত থেকে মোট ৮০ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে। 

   

আজ সকালেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটালে বন্যা পরিদর্শনে গিয়ে বলেন, ‘শুভবুদ্ধির উদয় হোাক। সব সীমা ছাড়িয়ে গিয়েছে৷ বন্যায় আক্রান্ত মানুষের প্রাণ বাঁচানোা আগে দরকার৷ ড্রেজিং না হওয়ার কারণই বন্যা হওয়ার অন্যতম কারণ৷ কেন্দ্র ৩ বছর ধরে টাকা পাঠায়নি৷ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেও কোনও লাভ হয়নি৷ মাটির বাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে৷ এটা রাজনীতির সময় নয়৷ আগে মানুষকে সুরক্ষা দিতে হবে৷’

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular