‘ধর্ষণের নেই কোনও সল্যুশন!’ বিস্ফোরক চিরঞ্জিত

chiranjit-rape-comment-controversy-west-bengal-politics

কলকাতা: দুর্গাপুর বেসরকারি মেডিক্যাল কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্রীর গণধর্ষণকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে আছে সারা বাংলা। আর এই উত্তেজনাময় পরিবেশে দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের তিনবারের বিধায়ক অভিনেতা চিরঞ্জিত। তিনি সংবাদমাধমের সঙ্গে কথা বলার সময় বলেন ধর্ষণের কোনও সল্যুশন হয়না।

যোগী সরকার ঘোষণা করল দিওয়ালি বোনাস, সরকারি কর্মচারীরা পাবেন ৬,৯০৮ টাকা

মানব সভ্যতায় যুগ যুগ ধরে চলছে ধর্ষণের মত ঘৃণ্য অপরাধ। চিরঞ্জিতের এই মন্তব্য ঘিরেই আরও একবার সরব হয়েছে রাজ্য রাজনীতিকরা। রাজনৈতিক মহলের একাংশের মতে দলের নেত্রীর মতোই তার স্তাবকরা এই ধরণের অসংবেদনশীল মন্তব্য করে আসছেন যা অত্যন্ত নিন্দনীয়। এই ধরণের মন্তব্য করে তারা কার্যত ধর্ষিতা পড়ুয়াকে অসম্মান করছেন শুধু নয় দলের ভাবমূর্তি নষ্ট করছেন বলেও অভিযোগ করেছেন তারা।

Advertisements

গত শুক্রবার রাতে সহপাঠীর সঙ্গে খাবার কিনতে বেরিয়ে গণধর্ষণের শিকার হয় জলেশ্বর থেকে মেডিক্যাল পড়তে আসা এক দ্বিতীয় বর্ষের ছাত্রী। ঘটনায় অভিযুক্ত শেখ নাসিম উদ্দিন, শেখ রিয়াজ উদ্দিন, শেখ ফেরদৌস এবং শেখ সফিকুল পুলিশের হাতে ধরা পরে তিনদিন পর। এদের প্রত্যেকের বাড়ি বিজড়া গ্রামে। এর আগেও মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমোর মেয়েদের রাতে বেরোনোর মত মন্তব্যে বয়ে গিয়েছিল নিন্দার ঝড়।

আজ দোনের নেত্রীর পদাঙ্ক অনুসরণ করে বিধায়ক এবং অভিনেতা সেই একই ধরণের অসংবেদনশীল মন্তব্য করেছেন যা নিয়ে আবারও শুরু হয়েছে বিতর্ক। বিজেপি নেতা সুকান্ত মজুমদার তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে সরাসরি পুলিশকে দোষারোপ করে বলেছেন।

তিনদিনে পুলিশ প্রচুর প্রমান লোপাট করেছে যাতে দোষীদের উপযুক্ত শাস্তি না হয়। আবার অনেকে স্পষ্ট করে বলেছেন যে যারা ধরা পড়েছেন তারা বিশেষ সম্প্রদায়ের মানুষ হওয়ায় মমতার তোষণ নীতিতে ছাড় পেয়ে যাবেন।

তবে চিরঞ্জিতের মত তিন বারের বিধায়ক এবং বর্ষীয়ান অভিনেতা কি করে এই ধরণের বিতর্কিত মন্তব্য করতে পারেন তা নিয়েই প্রশ্ন তুলেছেন রাজনৈতিক মহল সহ সাধারণ মানুষ। যদিও অনেক সাক্ষাৎকার এবং আলাপচারিতায় চিরঞ্জিত বলেছেন যে তিনি আর রাজনীতি করতে চান না, তবুও একজন শিল্পী এবং সংবেদনশীল মানুষ হয়ে এই ধরণের দায়িত্বহীন মন্তব্যের কারণ কি তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন বাংলার মানুষ এবং রাজনৈতিক মহল।

Advertisements