‘পরম বন্ধু’ চিনের জেএফ থান্ডার যুদ্ধ বিমান ভেঙে পড়ল, হৈচৈ পাকিস্তানে

ইসলামাবাদঃ  ভারতের বিরদ্ধে পাকিস্তানের সবচেয়ে ঘনিষ্ট সহযোগী চিন। আর্থিক সহায়তা থেকে সামরিক সাহায্যে সবেতেই ইসলামাবাদকে সমর্থনের হাত বাড়িয়ে রেখেছে বেজিং। প্রায় প্রতিনিয়তই দুপক্ষের মধ্যে চলে…

পাকিস্তানের যুদ্ধ বিমান

ইসলামাবাদঃ  ভারতের বিরদ্ধে পাকিস্তানের সবচেয়ে ঘনিষ্ট সহযোগী চিন। আর্থিক সহায়তা থেকে সামরিক সাহায্যে সবেতেই ইসলামাবাদকে সমর্থনের হাত বাড়িয়ে রেখেছে বেজিং। প্রায় প্রতিনিয়তই দুপক্ষের মধ্যে চলে যৌথ সামরিক অনুশীলন। দু-দেশের মধ্যে সাক্ষরিত হয়েছে একাধিক সামরিক চুক্তিও। সেই চুক্তির সুবাদেই পাকিস্তানকে যুদ্ধ বিমান জেএফ- থান্ডার দিয়েছিল চিন। সেই জেএফ থান্ডার নিয়ে এতদিন ভারতের বিরুদ্ধে বড় বড় হুঙ্কার ছেড়েছে পাকিস্তান।

পাক সেনা পুড়িয়েছিল ধামরাইয়ের রথ, রশি টানেন অগনিত বাংলাদেশি

   

এমনকি জঙ্গি দমনের নামে দেশের মানুষের ওপরও এই জেএফ থান্ডার দিয়ে হামলা চালিয়েছিল নওয়াজ শরিফ সরকার। কিন্তু এবার সেই চিনের ‘উপহার’ দেওয়া জেএফ থান্ডার যুদ্ধ বিমানটি ভেঙে পড়ল পাকিস্তানের মাটিতে। যা নিয়ে রীতিমতো শোরগোল পাকিস্তানের সেনা ও রাজনৈতিক মহলে। এই ঘটনা প্রথম নয়। গত ৫ জুন পাকিস্তানের পঞ্জাবের ঝাং জেলার কাছে জেএফ-১৭ থান্ডার ব্লক ২।

১০ জুলাই উপনির্বাচন, কোথায় এগিয়ে কে? দেখুন লোকসভা ভোটের নিরিখে ৪ বিধানসভার ফল

সম্প্রতি চিনের দেওয়া ওই যুদ্ধ বিমান নিয়ে সামরিক মহড়া চালাচ্ছিল পাকিস্তান। তখন পাকিস্তানের ঝাং জেলার ওপর দিয়ে ওড়ার সময়ে হঠাত্ ভেঙে পড়ে বিনমানটি। এই ঘটনাটি নেট দুনিয়ায় পরে ছড়িয়ে পড়তেই শোরগোল শুরু হয়ে যায়।

তবে এই ঘটনার সত্যতা স্বীকার করেনি পাক সেনা। জানা গিয়েছে, বিগত ১৩ বছরে কমপক্ষে পাঁচ বার দূর্ঘটনার সম্মূখীন হয়েছে জেএফ ১৭ থান্ডার যুদ্ধ বিমানটি। বার বার কেন এই দূর্ঘটনা তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠছে পাকিস্তানের রাজনৈতিক মহল। জেএফ-১৭ থান্ডার হল একটি একটি ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধবিমান। পাকিস্তানের বিমানবাহিনীর ক্ষেত্রে জেএফ-১৭ থান্ডার প্রায় মেরুদণ্ডের মতো। এটি ভারতের তেজসের মতো লাইটওয়েট মাল্টি-রোল ফাইটার জেট।

Post Poll Violance: ভয়ঙ্কর কাণ্ড সোনারপুরে! স্ত্রী,পুত্র সহ বিজেপি কর্মী কে কোপালো দুষ্কৃতীরা

পাকিস্তানে এই বিমানের ৫৮ শতাংশ তৈরি হয়। চিন তৈরি করে বাকি অংশ। ফ্রান্স বা চিনের তৃতীয় প্রজন্মের যুদ্ধবিমানগুলির উত্তরসূরি হিসাবে জেএফ-১৭ থান্ডারকে ধরা হয়েছিল এদিকে চিনের তৈরি এই বিমান নিয়ে এখন রীতিমতো বিড়ম্বনায় পড়েছে ইসলামাবাদ। ‘অল ওয়েদার ফ্রেন্ড’ চিনের থেকে এই ধরনের ‘আচরনে’ বিচলিত নওয়াজ শরিফ সরকার।