কলকাতা: শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) অন্তর্বর্তী রক্ষাকবচ প্রদান করল কলকাতা হাইকোর্ট। সম্প্রতি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় ঘটে যাওয়া এক ঘটনাকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছিল, সেই মামলাতেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু। বুধবার এই মামলার শুনানিতে বিচারপতি শুভ্রা ঘোষ শুভেন্দু অধিকারীর পক্ষে অন্তর্বর্তী সুরক্ষার নির্দেশ দেন।
আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে ওই মামলায় কোনওরকম কঠোর বা প্রতিকূল পদক্ষেপ গ্রহণ করা যাবে না। এই নির্দেশের ফলে আপাতত বড়সড় স্বস্তি পেলেন বিধানসভার বিরোধী দলনেতা। আদালত স্পষ্টভাবে জানিয়েছে, বিষয়টির পূর্ণাঙ্গ শুনানি না হওয়া পর্যন্ত শুভেন্দুর বিরুদ্ধে কোনও ধরনের জোরালো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে হবে। সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় একটি রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে গিয়ে শুভেন্দু (Suvendu Adhikari) অধিকারীর গাড়ির কনভয়ে হামলার অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, ওই এলাকায় প্রবেশের সময় তাঁর গাড়িবহর লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনার পরই পাল্টা অভিযোগ দায়ের করা হয় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, যেখানে তাঁর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়।
এই পাল্টা অভিযোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করে হাইকোর্টে আবেদন জানান শুভেন্দু অধিকারী। তাঁর আইনজীবীদের বক্তব্য ছিল, একজন নির্বাচিত জনপ্রতিনিধি এবং বিরোধী দলনেতা হিসেবে তাঁর নিরাপত্তা নিশ্চিত করা রাজ্যের দায়িত্ব। অথচ সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে প্রশাসন, বরং উলটে তাঁকে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে বলেও আদালতে দাবি করা হয়।
