মঙ্গলবার কলকাতায় বিজেপির জোড়া মিছিল অনুষ্ঠিত হতে চলেছে। তবে সেই মিছিল আটকাতে রাজ্য সরকার তৎপর হয়ে উঠেছে। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি কৌশিক চন্দের রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি মঙ্গলবার বেলা ৩টায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ও ডিভিশন বেঞ্চের সামনে শুনানির জন্য ধরা হয়েছে।
রাজ্য সরকারের আবেদন অনুযায়ী, আদালত যেন বিজেপির উভয় মিছিল বন্ধের নির্দেশ প্রদান করে। রাজ্যের যুক্তি, মঙ্গলবার রাস উৎসব এবং বুধবার গুরু নানকের জন্মদিন উদযাপন হওয়ার কারণে ওই এলাকার রাস্তায় মিছিল হলে সাধারণ মানুষ ও প্রশাসনের জন্য সমস্যার সৃষ্টি হতে পারে। এ বিষয়ে আদালত ইতিমধ্যেই একটি স্পষ্ট নির্দেশনা জারি করেছে। সিঙ্গল বেঞ্চ জানিয়েছে, বিকাল ৩টা থেকে সন্ধে ৫টা পর্যন্ত মিছিল করার অনুমতি থাকবে। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারবেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে এতে সর্বাধিক ১,০০০ জন অংশগ্রহণ করতে পারবেন।
আদালত এই শর্তও দিয়েছে যে, আয়োজকদের নিশ্চিত করতে হবে যে সাধারণ মানুষের সমস্যা সৃষ্টি না হয়। এছাড়াও পুলিশকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন ও পুলিশকে প্রস্তুত থাকতে হবে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং জনজীবন স্বাভাবিকভাবে চলতে পারে। রাজ্যের পক্ষ থেকে বলা হয়েছে, এই সময়ে শহরের ব্যস্ত এলাকা ও রাস্তা মিছিলের জন্য বন্ধ রাখা হলে নাগরিকদের নিরাপত্তা বজায় রাখা সম্ভব হবে। প্রশাসন চাইছে, মিছিল পরিচালনার সময় যাতে কোনো যানজট বা নিরাপত্তা সমস্যা না হয় তা নিশ্চিত করা। এছাড়াও, কোনও অশান্তি বা সংঘর্ষের সম্ভাবনা থাকলে পুলিশ দ্রুত ব্যবস্থা নিতে পারবে।


