CAA সার্টিফিকেট বৈধ! মতুয়া সমাজে মাস্টারস্ট্রোক পদ্মের

কলকাতা: শনিবার থেকে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের শুনানি পর্ব (CAA certificate validity)। মোট ৩২৩৪ টি কেন্দ্রে শুনানি পর্ব চলছে। SIR খসড়া তালিকা থেকে…

caa-certificate-valid-sir-hearing-matua-west-bengal

কলকাতা: শনিবার থেকে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের শুনানি পর্ব (CAA certificate validity)। মোট ৩২৩৪ টি কেন্দ্রে শুনানি পর্ব চলছে। SIR খসড়া তালিকা থেকে বাদ পড়া ৩২ লক্ষ ভোটারের শুনানি শুরু হয়েছে। শুনানিতে বিশেষ দ্রষ্টব্যঃ CAA শংসাপত্র। আধার কার্ডকে তালিকা থেকে বাদ দেওয়া হলেও, CAA শংসাপত্রকে মান্যতা দেওয়া হয়েছে। আর নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি লাভ হয়েছে মতুয়াদের।

Advertisements

কিন্তু যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ল তারা কি করবেন। বাদ পড়া মতুয়া সম্প্রদায়ের একাংশ কাঠগড়ায় দাঁড় করিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসকে। কারণ যখন মতুয়াদের জন্য CAA চালু হয়েছিল তখন মমতা বন্দোপাধ্যায় CAA এর বিরোধীতা করেন এবং মতুয়াদের বলেন তারা যেন CAA ফর্ম ফিলাপ না করে। মাঝে সুপ্রিম কোর্টের নির্দেশে জটিলতা তৈরী হয়েছিল।

   

নিউ ইয়ার আগে দিল্লিতে পুলিশের অভিযান, ২৮৫ গ্রেফতার

কিন্তু এবার ফের নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে CAA শংসাপত্র SIR শুনানিতে বৈধ। কাজেই যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ল তারা এখন তৃণমূলকেই দোষারপ করছেন, কারণ সেই সময় মমতার কথায় অনেকেই CAA এর ফর্ম ফিলাপ করেননি। কাজেই বলা যেতে পারে পদ্মশিবিরের এই মাস্টার স্ট্রোকে চাপে তৃণমূল। স্থানীয় স্তরে মতুয়া অধ্যুষিত এলাকাগুলিতে চাপা অসন্তোষ স্পষ্ট। মতুয়াদের মতে, “আমরা তখন নেত্রীর কথা শুনে আবেদন করিনি।

এখন নাম কাটা গেছে। দোষ দেব কাকে?” এই প্রশ্নই রাজনীতির ময়দানে নতুন করে চাঞ্চল্য তৈরী করেছে।
তৃণমূল কংগ্রেস অবশ্য দাবি করছে, ভোটার তালিকা সংশোধন নির্বাচন কমিশনের বিষয় এবং এর সঙ্গে রাজ্য সরকারের কোনও সরাসরি ভূমিকা নেই। তাদের বক্তব্য, নাগরিকত্ব ও ভোটাধিকার নিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। অন্যদিকে বিজেপি এই ইস্যুকে হাতিয়ার করে বলছে, “যারা CAA-এর বিরোধিতা করেছিল, তারাই আজ মতুয়াদের সমস্যায় ফেলেছে।”

সবমিলিয়ে CAA শংসাপত্রকে মান্যতা দেওয়ার এই ঘটনাকে রাজনৈতিক মহলের অনেকেই বিজেপির মাস্টার স্ট্রোক বলেছেন। কারণ সম্প্রতি ভোটার তালিকা থেকে মতুয়াদের নাম বাদ যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়েছে বঙ্গ রাজনীতি। তৃণমূল সম্পূর্ণ দোষারোপ করেছে বিজিপিকে। এবার পাল্টা পদ্ম শিবিরের এই মাস্টার স্ট্রোক নিঃসন্দেহে বিপাকে ফেলেছে তৃণমূল কংগ্রেসকে।

Advertisements