বর্ধমানে ফর্ম ৭ নিয়ে তুলকালাম! পুলিশের গলা টিপল বিজেপি কর্মী

কলকাতা: পূর্ব বর্ধমানের বর্ধমান সদর উত্তর মহকুমা শাসকের দফতরে (Burdwan)আজ ফের তুলকালাম কাণ্ড ঘটে গেল। ফর্ম ৭ জমা না নেওয়া নিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের…

burdwan-form-7-clash-bjp-police-sir-controversy

কলকাতা: পূর্ব বর্ধমানের বর্ধমান সদর উত্তর মহকুমা শাসকের দফতরে (Burdwan)আজ ফের তুলকালাম কাণ্ড ঘটে গেল। ফর্ম ৭ জমা না নেওয়া নিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের তুমুল বচসা ও হাতাহাতি। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, এক বিজেপি কর্মী পুলিশকর্মীর গলা টিপে ধরে। এই ঘটনা রাজ্যজুড়ে চলমান ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়াকে আরও বিতর্কিত করে তুলেছে। ফর্ম ৭ হলো ভোটার তালিকা থেকে মৃত, স্থানান্তরিত বা অযোগ্য নাম বাদ দেওয়ার আবেদনপত্র।

Advertisements

বিজেপির অভিযোগ, প্রশাসন ইচ্ছাকৃতভাবে এই ফর্মগুলো গ্রহণ করছে না, যাতে অবৈধ বা ভুয়ো ভোটারদের নাম থেকে যায়। অন্যদিকে তৃণমূলের দাবি, বিজেপি বৈধ ভোটারদের নাম কাটানোর জন্য ব্যাপকভাবে প্রি-ফিল্ড ফর্ম ৭ জমা দিচ্ছে।

   

মহারাষ্ট্রে ভাল ফল করেই বাংলার নির্বাচন নিয়ে বড় ইঙ্গিত ওআইসির

এই ঘটনার আগেও ফারাক্কা, ব্যারাকপুর, ছাতনা, কল্যাণী, আসানসোল-দুর্গাপুর-সহ রাজ্যের বিভিন্ন জেলায় ফর্ম ৭ নিয়ে সংঘর্ষ ও বিক্ষোভ দেখা গেছে। বাঁকুড়ার খাতড়ায় তো এক গাড়ি থেকে প্রায় ৪০০০ ফর্ম ৭ উদ্ধার হয়েছে, যা তৃণমূলের অভিযোগে বিজেপির পরিকল্পিত চক্রান্তের প্রমাণ।

সেখানে দু’জন বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে, বাকিরা পালিয়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট অভিযোগ করেছেন যে, বিজেপি এবং নির্বাচন কমিশন মিলে বৈধ ভোটারদের নাম বাদ দিতে চাইছে। তিনি বলেছেন, “এটা গণতন্ত্রের উপর আক্রমণ। লক্ষ লক্ষ নাম কাটা হচ্ছে AI-এর সাহায্যে, বিশেষ করে মহিলাদের। বিজেপি চায় বাংলার ভোট চুরি করতে।”

মমতা আরও দাবি করেছেন, খসড়া তালিকায় ৫৪ লক্ষ নাম অন্যায়ভাবে বাদ পড়েছে, অনেককে ‘মৃত’ দেখানো হয়েছে।বিজেপির পাল্টা অভিযোগ, তৃণমূল সরকার প্রশাসনকে ব্যবহার করে ফর্ম ৭ জমা নিতে বাধা দিচ্ছে। রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য হুঁশিয়ারি দিয়েছেন, SIR স্বচ্ছ না হলে ২০২৬-এর নির্বাচন হতে দেবেন না। তাঁর কথায়, “ইআরও-রা তৃণমূলের নির্দেশে ফর্ম নিচ্ছেন না।

এটা ভুয়ো ভোটার রাখার চক্রান্ত।” বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্য সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, খাতড়ার ঘটনায় তৃণমূলের সন্ত্রাস চলছে।এই সব ঘটনার মধ্যে নির্বাচন কমিশন ফর্ম ৭ জমার সময়সীমা বাড়িয়েছে। আগে ১৫ জানুয়ারি ছিল শেষ দিন, এখন ১৯ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। কমিশন স্পষ্ট করেছে, একজন ব্যক্তি একাধিক ফর্ম ৭ জমা দিতে পারেন, তবে ৫টির বেশি হলে যাচাই করা হবে।

Advertisements