HomeBusinessBudget 2024: ভোটের আগের বাজেটে নির্মলার নজর পূর্বাঞ্চলের দিকে

Budget 2024: ভোটের আগের বাজেটে নির্মলার নজর পূর্বাঞ্চলের দিকে

- Advertisement -

নয়াদিল্লি : কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বৃহস্পতিবার সংসদে অন্তর্বর্তী বাজেট (Budget 2024) বা ভোট-অন-অ্যাকাউন্ট পেশ করেন ৷ সেই বাজেট বক্তৃতার সময়ে নির্মলা বলেন, ‘‘আমরা দেশের পূর্বাঞ্চলকে বৃদ্ধির আওতায় আনতে চাই। পূর্বাঞ্চলের দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।’’ যা শুনে রাজনৈতিক মহলের ধারণা হয়েছে আগামী লোকসভা ভোটে পূর্ব ভারতের রাজ্যগুলির উপর বিশেষ ‘নজর’ দিতে চাইছে বিজেপি।

বিশেষত যেখানে আর্থিক উন্নয়নের নিরিখে মধ্য ও উত্তর ভারতের বিজেপি শাসিত অনেক রাজ্যের চেয়েই পশ্চিমবঙ্গ-সহ পূর্ব ভারতের রাজ্যগুলি এগিয়ে। তবে কেন হঠাৎ পূর্বাঞ্চলের আর্থিক বৃদ্ধি নিয়ে এত উতলা নরেন্দ্র মোদী সরকার? এর পিছনে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মনে হয়েছে, বিজেপি নেতৃত্বাধীন বিদায়ী কেন্দ্রীয় সরকারের দেওয়া এমন বার্তার পিছনে লোকসভা ভোটের অঙ্ক লুকিয়ে রয়েছে।

   

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, এ ক্ষেত্রে ‘পূর্বাঞ্চল’ বলতে সম্ভবত একত্রে পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতকে বোঝাতে চেয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। পূর্বের রাজ্যগুলি বলতে বাংলা বিহার, ঝাড়খণ্ড ইত্যাদিকে বোঝানো হয়। এ ছাড়াও রয়েছে সিকিম, অসম, ত্রিপুরা-সহ উত্তর-পূর্বের সব রাজ্যগুলি। এখন বিজেপি আসন্ন লোকসভায় ভোটে মোদী-অমিত শাহরা ৪০০ আসন জয়ের পরিকল্পনা নিয়ে এগোতে চাইছে ৷ সেক্ষেত্রে গত লোকসভা ভোটে উত্তর, মধ্য ও পশ্চিম ভারতে নিরঙ্কুশ জয় পেয়েছিলেন তাঁরা।

ফলে ওই রাজ্যগুলিতে আসন বৃদ্ধির তেমন সুযোগ নেই। অন্যদিকে ২০১৯ সালের লোকসভা ভোটে উত্তর-পূর্বাঞ্চলের সব রাজ্য এবং বিহার ও ঝাড়খণ্ডে বিজেপি ও তার সহযোগীরা অধিকাংশ আসনে জয় পেলেও ব্যতিক্রম ছিল বাংলা এবং ওড়িশা। পশ্চিমবঙ্গে ৪২টির মধ্যে ১৮ এবং ওড়িশার ২০টির মধ্যে ৮টিতে জয় হয়েছিল। ফলে এখানে আসন বাড়ানোর লক্ষ্য রাখাটা অস্বাভাবিক কিছু নয়৷

তাছাড়া আবার গত কয়েকদিনে পূর্ব ভারতের দুই রাজ্যে রাজনৈতিক পরিস্থিতির নাটকীয় বদল হতে দেখা গিয়েছে। রাজনৈতিক সমীকরণ বদলে বিহারে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’ ছেড়ে এনডিএতে ফিরেছে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জেডিইউ। অন্যদিকে ঝাড়খণ্ডে ‘ইন্ডিয়া’র নেতা হেমন্ত সোরেনকে দুর্নীতি মামলায় গ্রেফতার করেছে ইডি। সেখানে বিজেপি নানা ভাবে ক্ষমতা দখলের চেষ্ঠা চালাচ্ছে বলে জল্পনা শুরু হয়েছে ইতিমধ্যেই

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular