কলকাতা: কলকাতার রাজপথে আজ সকাল থেকেই তীব্র উত্তেজনা। রাজ্যজুড়ে ভোটার তালিকা শুদ্ধিকরণের যে ‘অভিযান’ চলছে, তার বিরুদ্ধে এবার সরাসরি রাস্তায় নামলেন সেই বুথ লেভেল অফিসাররাই (BLO), যাঁরা প্রতিদিন ঘরে ঘরে গিয়ে তালিকা যাচাই করছেন। আজ সকাল ১১টা নাগাদ কলেজ স্ট্রিটের মহাত্মা গান্ধী মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে প্রায় সাড়ে তিনশো BLO-র একটি মিছিল এগিয়ে যায় নিউ সেক্রেটারিয়েটের সামনে অবস্থিত রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক (CEO) দফতরের দিকে।
তাদের দাবি কাজের সময়সীমা বাড়াতে হবে। রাজ্যে SIR আবহে মৃত্যু হয়েছে একাধিক BLO এর। তাদের অভিযোগ সময়সীমা কম এবং কাজের চাপে BLO রা অসুস্থ হয়ে পড়ছেন এবং অনেকেই মারা গেছেন। আজকে তাদের দাবি SIR এর সময়সীমা বাড়ানো হোক। BLO রা অভিযোগ করেছেন এই নির্বাচন কমিশন বিজেপির দালাল এবং বিজেপির অঙ্গুলি হেলনেই কাজ করে।
এলচের কাছে হার বাঁচিয়েছে রিয়াল, চিন্তায় রাখছে রক্ষণভাগ
নির্বাচনী আধিকারিকের অফিস ঘেরাও করে অবস্থান বিক্ষোভ শুরু করে BLO রা। তারা অভিযোগ করেছেন যে নির্বাচন কমিশন বিজেপির মদতপুষ্ট এবং তাদের কাজে হস্তক্ষেপ করার চেষ্টা করছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। BLO রা আরও বলেছেন এক জন BLO এর উপরে প্রচুর চাপ দেওয়া হচ্ছে যার ফলে তারা অনেকেই অসুস্থ এবং একাধিক BLO প্রাণ হারিয়েছেন। তাদের দাবি এমনি কাজের চাপ এবং সময়ও ফুরিয়ে আসছে কাজ শেষ করার কিন্তু বিজেপি নেতাদের এই হস্তক্ষেপ সমস্ত প্রক্রিয়াকে আরও মন্থর করে দিচ্ছে।
বিক্ষোভের মুখে মুখে BLO-দের সংগঠন ‘পশ্চিমবঙ্গ বুথ লেভেল অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর সম্পাদক সৌম্যজিৎ বসু বলেন, “আমরা সরকারি কর্মী। আমাদের কাজ ভোটার তালিকা সঠিক রাখা। কিন্তু গত এক মাসে যা হচ্ছে, তা অভূতপূর্ব।
বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনার সরিসা-পূর্ব (SIR), বজবজ, মহেশতলা, ডায়মন্ড হারবার এই সব এলাকায় লক্ষ লক্ষ ভোটারের নাম কেটে দেওয়া হচ্ছে একতরফা। আমরা যখন প্রমাণ চাই, তখন উপরমহল থেকে ফোন আসে‘চুপচাপ কাটো, না হলে বদলি হবে, সাসপেন্ড হবে’।
এর পেছনে স্পষ্ট বিজেপির হাত।” সরিসা-পূর্ব এলাকার ঘটনা এখন রাজ্যজুড়ে আলোচিত। সেখানে গত তিন মাসে প্রায় ৭০০০-এর বেশি নাম কাটা পড়েছে। অধিকাংশই মুসলিম সম্প্রদায়ের। BLO-রা অভিযোগ করেন, তাঁদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বিজেপির স্থানীয় নেতারা সরাসরি ‘লিস্ট’ পাঠাচ্ছেন কোন বুথের কত নাম কাটতে হবে। একজন BLO মোবাইলের স্ক্রিন দেখিয়ে বলেন, “এই দেখুন, বিজেপি নেতা শেখ জাহাঙ্গীরের নামে গ্রুপ। এখানে লেখা আছে ‘আজ ২৫০টা নাম কাটাতে হবে, না হলে পরে সমস্যা হবে’। আমরা এর প্রমাণ CEO-কে দেব।”
