ফের কি দলবদল? ভোটে জিতেই অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ

কংগ্রেস ছিলেন। এরপর যান তৃণমূলে (Saumitra Khan)। তারপর ফুলবদল করে যোগ দেন বিজেপিতে। ফের কি তৃণমূলে ফিরতে চলেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এবিপি আনন্দকে…

Saumitra Khan And Adhishek Banerjee

কংগ্রেস ছিলেন। এরপর যান তৃণমূলে (Saumitra Khan)। তারপর ফুলবদল করে যোগ দেন বিজেপিতে। ফের কি তৃণমূলে ফিরতে চলেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এবিপি আনন্দকে দেওয়া একটি সাক্ষাৎকারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দরাজ প্রশংসা করলেন তিনি। এই প্রশংসা ঘিরেই শুরু হয়েছে সৌমিত্র দলবদলের জল্পনা।

একই সঙ্গে বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন স্ত্রী সুজাতার লড়াইকেও কুর্নিশ জানান সৌমিত্র। সৌমিত্রর কথায়, অভিষেক ভালো কাজ করছেন বলেই তৃণমূল এমন ফল করেছে। অনেকেই অভিষেকের স্ট্রাটেজি বুঝতে পারেননি। রাজ্যে বিজেপির ভরাডুবি নিয়ে দলীয় নেতৃত্বকে তোপ দাগেন তিনি। নাম না করে সৌমিত্র বলেন, অযোগ্য লোককে উঁচু পদে বসিয়ে রাখলে খারাপ ফল হবেই।

   

তবে রাজ্য নেতৃত্বের সমালোচনা করলেও কেন্দ্রীয় নেতৃত্বকে প্রশংশায় ভরিয়ে দিয়েছেন সৌমিত্র। বিষ্ণুপুরের সাংসদের কথায়, কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের সবরকম ভাবেই সাহায্য করেছে। আরএসএস না থাকলে এই ১২টা আসনও আমরা পেতাম না।

লোকসভা ভোটে গোহারা হারলেন ‘দলবদলু’ এই ৫ নেতা

বিষ্ণুপুর কেন্দ্রে এবার বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁকে টিকিট দিয়েছিল বিজেপি। আর তৃণমূলের টিকিটে এই কেন্দ্রে ভোটে লড়েছিলেন সৌমিত্রর প্রাক্তন স্ত্রী তথা বাঁকুড়া জেলা পরিষদের সদস্য সুজাতা মণ্ডল। সৌমিত্র খাঁ এবং সুজাতা মণ্ডলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এই কেন্দ্রে। মাত্র ৫,৫৬৭ ভোটে জয় পান সৌমিত্র।

সেই সৌমিত্রই বিজেপির টিকিটে ভোটে জেতার পর আচমকা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করায় নতুন জল্পনা তৈরি হয়েছে। তাহলে কি তৃণমূলের প্রতি সুর নরম করছেন সৌমিত্র? কেন আচমকা এই ভোলবদল তাঁর?

প্রধানমন্ত্রী নাও হতে পারেন মোদী! উঠে এল নতুন সম্ভাবনা

রাজনৈতিক জীবনের শুরুতে কংগ্রেসে ছিলেন সৌমিত্র খাঁ। কোতুলপুর থেকে কংগ্রেসের টিকিটে জিতে বিধায়কও হন সৌমিত্র। ২০১৩ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিষ্ণপুর থেকে জিতে সাংসদ হন সৌমিত্র। ২০১৯ সালে আবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ সৌমিত্র।

ফুল বদলের পরই সৌমিত্র বিরুদ্ধে চাকরিপ্রার্থীদের থেকে টাকা নেওয়ার অভিযোগে মামলার দায়ের হয়। সংসদীয় এলাকার একটা অংশে সৌমিত্রর প্রচারে নিষেধাজ্ঞা জারি করে কলকাতা হাইকোর্ট। সেই সময় সৌমিত্রর হয়ে প্রচার চালিয়েছিলেন প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। একটি রাজনৈতিক কর্মসূচি না করেও ৭৮০০০ ভোটে জয় পান তিনি।

সরকার গড়তে একই বিমানে নীতীশ-তেজস্বী