Mamata Banerjee: ‘যখন ভোট আসে মমতা…’, চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন অর্জুন সিং

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) শিল্প-বিরোধী। উনি চান না বাংলায় কোনও শিল্প গড়ে উঠুক। শিল্প ধ্বংস করতেই উনি ব্যস্ত। আজ, শুক্রবার এক জনসভা (Lok Sabha…

Mamata-Arjun

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) শিল্প-বিরোধী। উনি চান না বাংলায় কোনও শিল্প গড়ে উঠুক। শিল্প ধ্বংস করতেই উনি ব্যস্ত। আজ, শুক্রবার এক জনসভা (Lok Sabha Election 2024) থেকে এই অভিযোগ তুললেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং (Arjun Singh)। একই সঙ্গে পাশের রাজ্য অসম কীভাবে এগিয়ে চলেছে, সেই প্রসঙ্গও তুলে ধরেন অর্জুন। আজ অর্জুন সিংয়ের সমর্থনে জনসভা করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

এদিন অর্জুন বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কীভাবে শিল্প শেষ হবে, কীভাবে কলকারখানা বন্ধ হবে, কীভাবে কলকারখানার জমিগুলো বেচে দিতে হবে, সেদিকে খেয়াল রাখেন। অন্নপূর্ণা কটন মিলের একটা সময় অনেক সুনাম ছিল। আজকে সেই মিলের সমস্ত জিনিস বিক্রি করে দেওয়া হয়েছে। এখানে কোনও কারখানা বলে কিছু নেই। সমস্ত মেশিন বেচে দিয়েছে। এই জমিটাও দেখবেন কালকে কোনও অসাধু শক্তিকে বিক্রি করে দেওয়া হবে।

   

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘শিল্পবিরোধী’ বলে আক্রমণ করেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী। তিনি বলেন, এখানকার মুখ্যমন্ত্রী যিনি আছে, তিনি ‘শিল্পবিরোধী’। শিল্পকে উনি বাংলায় থাকতে দিতে চান না। উনি চান, পশ্চিমবাংলার শিল্প শেষ হলে, ভাইপো ব্যানার্জির অনেক সুবিধা হবে। কারণ সেখানে বাড়ি তৈরি হবে, আবাসন তৈরি হবে। আজকে বাংলায় কোনও শিল্পই আসছে না। তার কারণ হল তৃণমূলের অপশাসন। বাংলায় সুশাসন ফিরিয়ে আনতে বিজেপিকে চাই।

Raj Bhavan CCTV Footage: সিসিটিভি ফুটেজ প্রকাশ করে নয়া বিতর্কে রাজ্যপাল, মুখ খুললেন ওই অভিযোগকারিণী

ভোট এলেই মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে বোকা বানানোর চেষ্টা করেন বলেও অভিযোগ করেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী। তাঁর কথায়, উনি যখন ভোট আসে, মাঝে মাঝে একটা-দুটো চা বাগানকে অধিগ্রহণের কথা বলেন। কিন্তু ভোটের পরে আবার সেই চা বাগান বন্ধ হয়ে যায়। কিন্তু অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা চা বাগান এবং শিল্পকে সব রকম ভাবে সাহায্য করেন। পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যেতে হলে ডবল ইঞ্জিন সরকার চাই বলেও মন্তব্য করেন অর্জুন।

আগামী ২০ মে, পঞ্চম দফায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন। এই কেন্দ্রে বিজেপির টিকিটে দাঁড়িয়েছেন বিদায়ী সাংসদ অর্জুন সিং। তৃণমূল প্রার্থী করেছে নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিককে। আর সিপিএমের টিকিটে দাঁড়িয়েছেন অভিনেতা দেবদূত ঘোষ।

Sisir Adhikari: ‘তৃণমূল দলটা করে…’, ছেলের হয়ে প্রচারে নেমে বোমা ফাটালেন শিশির!

প্রসঙ্গত, দেশজুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হচ্ছে। ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে তিন দফার ভোট ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। চতুর্থ ধাপে ১৩ মে, পঞ্চম ধাপে ২০ মে, ষষ্ঠ ধাপে ২৫ মে এবং সপ্তম ধাপে ১ জুন ভোটগ্রহণ হবে। নির্বাচন প্রক্রিয়া চলবে মোট ৪৩ দিন। আগামী ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে।