ভেস্তে গেল মমতার চাল! তৃণমূলকে ১০ গোল দিলেন মোদী-শাহ

কোচবিহার সফরে গিয়ে অনন্ত মহারাজের সঙ্গে (Narendra Modi) দেখা করে চমক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরের নানা প্রান্তে জল্পনা ছড়ায়, বিধানসভা উপনির্বাচনে সিতাই থেকে তৃণমূলের…

bjp-mp-ananta-rai-meets-pm-narendra-modi

কোচবিহার সফরে গিয়ে অনন্ত মহারাজের সঙ্গে (Narendra Modi) দেখা করে চমক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরের নানা প্রান্তে জল্পনা ছড়ায়, বিধানসভা উপনির্বাচনে সিতাই থেকে তৃণমূলের টিকিটে দাঁড়াচ্ছেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। বিজেপিকে আক্রমণ করে একাধিক মন্তব্য (Narendra Modi) করে সেই জল্পনা আরও বাড়ান অনন্ত।

এরই মধ্যে বড় চমক! দিন কয়েক আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন অনন্ত মহারাজ। আর আজ, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাত করলেন রাজ্যসভার এই সাংসদ। যা দেখে অনেকেই বলছেন, এ যাত্রায় অনন্তের ‘ফুলবদল’ রুখতে সক্ষম হয়েছে গেরুয়া শিবির। আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বিজেপি নেতারা। 

   

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের দেড় সপ্তাহ পর বুধবার দিল্লিতে শাহি দরবারে হাজির হন অনন্ত। আর এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন তিনি। যদিও কী নিয়ে কথা হয়েছে প্রধানমন্ত্রী সঙ্গে, তা খোলসা করতে চাননি অনন্ত। শুধু বলেছেন, ‘যে বিষয়েই আলোচনা হয়ে থাকুক সেটা সফল হয়েছে।’

‘টালিনালা বুজিয়ে বাড়ি বানিয়েছেন মমতা’, বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

অনন্তের খাসতালুক কোচবিহারে এবারের লোকসভা নির্বাচনে হেরেছে বিজেপি। পদ্ম-দুর্গ কোচবিহারে এবার ঘাসফুল ফুটিয়েছেন তৃণমূলের জগদীশচন্দ্র বর্মাবসুনিয়া। বিজেপি প্রার্থী তথা প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে ৩৯ হাজার ২৫০ ভোটে পরাজিত করেন জগদীশ। এই নিশীথের প্রার্থিপদ নিয়ে ক্ষুব্ধ ছিলেন অনন্ত।

কোচবিহার লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের নাম ঘোষণা হতেই বিজেপিকে কড়া আক্রমণ করেন অনন্ত মহারাজ। গেরুয়া শিবিরকে তোপ দেগে তিনি বলেছিলেন, রাজ্য বিজেপি আমাকে ডাস্টবিনে রেখে দিয়েছে। কেউ কোনও যোগাযোগই রাখেন না। প্রার্থী বাছাই নিয়েও আলোচনা করা হয়নি।