‘দুর্বল চিত্রনাট্য আর কাঁচা অভিনেতা’, বাঁশ হাতে রাস্তায় নামা সৌগতকে তীব্র কটাক্ষ শুভেন্দুর

   রেমালের দাপটে বেহাল দশা রাজ্যের। টানা বৃষ্টির জেরে কলকাতা সহ শহরতলির বিভিন্ন এলাকায় জল জমে গিয়েছে। জমা জল সরাতে কাজ করছেন বিভিন্ন পুরসভার কর্মীরা।…

bjp-mla-suvendu-adhikari-slams-tmc-mp-saugata-roy
  

রেমালের দাপটে বেহাল দশা রাজ্যের। টানা বৃষ্টির জেরে কলকাতা সহ শহরতলির বিভিন্ন এলাকায় জল জমে গিয়েছে। জমা জল সরাতে কাজ করছেন বিভিন্ন পুরসভার কর্মীরা। এরই মধ্যে দেখা গেল এক অবাক করা দৃশ্য! জমা জল সরাতে রাস্তায় নামলেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy)।

আজ, সোমবার সকালে ড্রেনের সামনে জমে থাকা প্লাস্টিক সরাতে বাঁশ হাতে রাস্তায় নামেন দমদমের তৃণমূল সাংসদ। আর সেই ছবি ভাইরাল হতেই সৌগতকে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

   

এক্স হ্যান্ডেলে ভিডিয়ো পোস্ট করে শুভেন্দু লিখেছেন, ভোট বড় বালাই! দুর্বল চিত্রনাট্য আর কাঁচা অভিনেতা…তিন চারজন জোয়ান লোক ছাতা ধরে আর বয়স্ক সাংসদ পোজ দিয়ে জল নিকাশির চেষ্টায়…

Suvendu Adhikari: ভোট দিয়েই তৃণমূলের আসনসংখ্যা নিয়ে বিরাট দাবি শুভেন্দুর

সৌগতকে আক্রমণ করে বিরোধী দলনেতা লেখেন, ‘১৫ বছর ধরে সাংসদ। ১৫ বছর ধরে পৌরসভার ক্ষমতায়। ১৩ বছর ধরে রাজ্যে ক্ষমতায়। কিন্তু নির্বাচনের আগে বেহাল নিকাশি ব্যবস্থার কারণে জল জমে যাওয়ায় বাঁশ দিয়ে কি খোঁচাচ্ছেন উনিই জানেন! ভাব খানা এমন যেন, এই ছ’ মাস আগে তৃণমূল কংগ্রেস নামক এক দলের রেজিস্ট্রেশন হয়েছে আর ইনি এই প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেছেন! তা বাঁশটা কিন্তু দমদমের ভোটারদের চিনিয়ে দিলেন, পয়লা জুন আপনার ভাগ্যে তোলা থাকলো।’

রেমালের দাপটে রবিবার রাতভর বৃষ্টি হয়েছে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিতে। সোমবার সকালে সেই বৃষ্টির সঙ্গী হয় দমকা হাওয়া। শহর কলকাতার বিস্তীর্ণ অংশের পাশাপাশি দমদমের বিভিন্ন এলাকাতেও জল জমে যায়।

‘ভোটব্যাঙ্কের দাসত্ব করতে গিয়ে মুজরা করেছেন বিরোধীরা’, খোঁচা মোদীর

ছাতা মাথায় করে এলাকা পরিদর্শনে বেরোন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। বাঁশ নিয়ে ড্রেনের মুখ খোঁচাতে দেখা যায় তাঁকে। আর সেই নিয়েই সোশাল মিডিয়ায় কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।

১ জুন, সপ্তম দফায় দমদম লোকসভা কেন্দ্রে নির্বাচন। এই কেন্দ্রে তৃণমূলের টিকিটে লড়ছেন বিদায়ী সাংসদ সৌগত রায়। বিজেপি প্রার্থী করেছে দাপুটে নেতা শীলভদ্র দত্তকে। আর বাম-কংগ্রেস জোটের তরফে সিপিএমের প্রার্থী হয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা প্রাক্তন সাংসদ সুজন চক্রবর্তী।