দাম্পত্যের সিলভার জুবলী ভুলে হাঁটুর বয়সিকে বিয়ে! ‘বিস্ফোরক’ প্রথম স্ত্রী

শহর থেকে বহু দূরে, বারাণসীর ঘাটে গঙ্গাকে সাক্ষী রেখে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অভিনেতা তথা গেরুয়া শিবিরের নেতা হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। মঙ্গলবার দুপুরে সোশাল…

bjp-mla-hiran-chatterjee-second-marriage-controversy

শহর থেকে বহু দূরে, বারাণসীর ঘাটে গঙ্গাকে সাক্ষী রেখে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অভিনেতা তথা গেরুয়া শিবিরের নেতা হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। মঙ্গলবার দুপুরে সোশাল মিডিয়ায় নিজেই বিয়ের একাধিক ছবি পোস্ট করেন তিনি। মুহূর্তের মধ্যেই সেই ছবি ভাইরাল হয়ে পড়ে। তবে আনন্দের সেই ঘোষণার রেশ কাটতে না কাটতেই বিতর্কের ঝড় উঠেছে নেটপাড়ায়। কারণ, হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্য।

Advertisements

রাজ্য সরকারের বড় সিদ্ধান্তে বিরোধীদের ৪৫ পেরনোর রাস্তাও বন্ধ?

   

হিরণের বিয়ের খবর প্রকাশ্যে আসার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন অনিন্দিতা। সেখানেই তিনি জানান, সোশাল মিডিয়ায় পোস্ট দেখেই নাকি প্রাক্তন স্বামীর দ্বিতীয় বিয়ের খবর জানতে পারেন তিনি। অনিন্দিতার দাবি, দীর্ঘ পঁচিশ বছরের দাম্পত্য জীবনের পরও তাঁদের মধ্যে আইনি বিচ্ছেদ হয়নি। অথচ সেই অবস্থাতেই হিরণ দ্বিতীয়বার বিয়ে করেছেন বলে অভিযোগ তাঁর।

শুধু তাই নয়, অনিন্দিতা আরও দাবি করেছেন, হিরণের দ্বিতীয় স্ত্রী ঋত্বিকা গিরির বয়স তাঁদের উনিশ বছর বয়সি মেয়ে নাইসার কাছাকাছি। তাঁর কথায়, ঋত্বিকার বয়স আনুমানিক একুশ বছর। এই বিষয়টি নিয়ে তিনি ক্ষোভ উগরে দিয়ে বলেন, “মেয়ের বয়সি কাউকে বিয়ে করা মানসিকভাবে আমাদের দু’জনের কাছেই অত্যন্ত আঘাতের।”

সংবাদমাধ্যমে দেওয়া বক্তব্যে অনিন্দিতা আরও জানান, দীর্ঘদিন ধরেই তাঁর এবং মেয়ের উপর মানসিক ও অন্যান্য ধরনের অত্যাচার চলত। তবে মেয়ের কেরিয়ার ও ভবিষ্যতের কথা ভেবে তিনি এতদিন মুখ খোলেননি। বাবার দ্বিতীয় বিয়ের ছবি প্রকাশ্যে আসায় মেয়ের উপর যে তার গভীর প্রভাব পড়ছে, সে কথাও উল্লেখ করেন তিনি।

এদিকে, বারাণসীর ঘাট থেকে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, লাল বেনারসিতে সেজেছিলেন কনে ঋত্বিকা গিরি, যিনি পেশায় একজন মডেল। অন্যদিকে হলুদ পাঞ্জাবিতে ধরা দেন হিরণ। মঙ্গলবার ফেসবুকে বিয়ের ছবি পোস্ট করে সুখবর ভাগ করে নিলেও, কিছুক্ষণের মধ্যেই সেই পোস্ট সরিয়ে ফেলেন অভিনেতা-নেতা।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Hiranmoy Chattopadhyaya (@hiraanchatterjee)

হিরণের ব্যক্তিগত জীবন ঘিরে গত বছর থেকেই নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। প্রথম স্ত্রীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, বিচ্ছেদের জল্পনা এবং নতুন প্রেম। সব মিলিয়েই চর্চায় ছিলেন তিনি। মঙ্গলবারের এই বিয়ের খবরে সেই গুঞ্জনই যেন বাস্তব রূপ নিল। তবে আইনি বিচ্ছেদ ও অভিযোগের সত্যতা নিয়ে এখনও পর্যন্ত হিরণের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

Advertisements