পুজো দেখতে শহরে আসছেন নাড্ডা-শাহেরা

সপ্তমীতে শহরে পা রাখছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা হেভিওয়েট বিজেপি (BJP) নেতা জেপি নাড্ডা। বৃহস্পতিবার ঝটিকা সফরে কলকাতায় আসছেন তিনি। আজ বৃহস্পতিবার সপ্তমীর সকালে কলকাতায় আসছেন…

BJP leader JP nadda is arriving Kolkata for durgapuja visit on thursday

সপ্তমীতে শহরে পা রাখছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা হেভিওয়েট বিজেপি (BJP) নেতা জেপি নাড্ডা। বৃহস্পতিবার ঝটিকা সফরে কলকাতায় আসছেন তিনি। আজ বৃহস্পতিবার সপ্তমীর সকালে কলকাতায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। 

Advertisements

petrol and diesel price today: পুজোর মরশুমে বাড়ল না পেট্রোলের দাম, স্বস্তি আমআদমির

   

এদিন সকাল ১১ টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নেমে সোজা বেলুর মঠ দর্শনে যাবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। সড়ক পথে প্রথমে পৌঁছে যাবেন বেলুড় মঠে। তারপর যাবেন সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গা পুজো পরিদর্শন করতে। তারপর বেলা দুটো নাগাদ রাজারহাট-নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে যাবেন তিনি।

বোধনের দিনই কুককে টপকে শেকড় থেকে শিখরে পৌঁছালেন রুট

সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষায় স্বীকৃতি দেওয়ার পর এ রাজ্যের কিছু বিশিষ্টজনের সঙ্গে সাক্ষাৎ করবেন জেপি নাড্ডা। জেপি নাড্ডার বঙ্গ সফরকে কেন্দ্র করে জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের বিজেপি শিবির।

Advertisements

ইরানকে ঠান্ডা করতে বাংলাই ভরসা, ইচ্ছাপুরে সেনা পাঠাল ইজরায়েল

বিগত বেশ কয়েকদিন ধরেই পুজোতে জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আসার খবর নিয়ে জল্পনা ছড়ায়। তবে জে পি নাড্ডার সফরসূচি চূড়ান্ত হলেও অমিত শাহ আসছেন কিনা তা এখনও স্পষ্ট হয়নি।