Sunday, December 7, 2025
HomeBharatবিপদে সাহায্য না পেয়ে কংগ্রেস ছেড়ে বিজেপিতে প্রার্থী সনিয়া গান্ধী

বিপদে সাহায্য না পেয়ে কংগ্রেস ছেড়ে বিজেপিতে প্রার্থী সনিয়া গান্ধী

কেরলের স্থানীয় নির্বাচনে ভোটের উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছেন সনিয়া গান্ধী

- Advertisement -

কেরলের স্থানীয় নির্বাচনে ভোটের উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছেন এক তরুণী। তার নাম সনিয়া গান্ধী শুনেই অনেকেই প্রথমে চমকে উঠেছেন। কিন্তু তিনি রাহুল গান্ধীর মা নন, বরং মুন্নর পঞ্চায়েতের ১৬ নম্বর ওয়ার্ডে বিজেপির (BJP) নতুন প্রার্থী। নামের মিলই তাঁকে রাজনীতির ময়দানে বিশেষ চর্চার কেন্দ্রে নিয়ে এসেছে।

৩০ বছরের সনিয়ার পদবীও গান্ধী। জন্ম থেকেই কংগ্রেসমুখী পরিবারে বড় হয়েছেন তিনি। তাঁর বাবা দুরাইরাজ কংগ্রেস সমর্থক। নেহরু পরিবার ও সনিয়া গান্ধীর প্রতি শ্রদ্ধা থেকেই মেয়ের নাম রাখেন ‘সনিয়া গান্ধী’। কিন্তু পরিবারের রাজনৈতিক পরিচয় মেয়ের নিজের সিদ্ধান্তে বদলে গিয়েছে বহু আগেই। সনিয়া বিয়ে করেছেন বিজেপি কর্মী সুভাষকে এবং স্বামীর সঙ্গে থেকেই ধীরে ধীরে গেরুয়া রাজনীতির প্রতি ঝুঁকেছেন তিনি।

   

রাজনৈতিক অবস্থান বদলে যাওয়ার কারণ শুধু বিয়ে নয়। সনিয়ার কথায়, “কয়েক বছর আগে আমাদের পরিবার বিপদে পড়েছিল। তখন না কংগ্রেস, না সিপিএম কেউই সাহায্য করেনি। তাই বিজেপিতে যোগ দিই।”

স্থানীয় ভাষায় Sonia এবং Soniya লেখা একই। তাই প্রচারে নিজের নামই এখন সনিয়ার বড় ইউএসপি। ভোটারদের দরজায় দরজায় গিয়ে তিনি পরিচয় দিচ্ছেন, “আমি সনিয়া গান্ধী। পদ্মে ভোট দিন।”

নাম নিয়ে ছোটবেলার অস্বস্তির কথাও জানিয়েছেন তিনি। স্কুলে বন্ধুরা, এমনকি শিক্ষক-শিক্ষিকারাও তাঁর নাম নিয়ে রসিকতা করতেন। বহুবার নাম পাল্টানোর কথাও ভেবেছেন। কিন্তু আজ একই নাম তাঁকে এনে দিয়েছে বিশেষ পরিচিতি। সনিয়ার হাসিমুখে স্বীকারোক্তি, “এখন মনে হচ্ছে নামটা আসলে আমার প্রাপ্তি।”

মুন্নর পঞ্চায়েতের ১৬ নম্বর ওয়ার্ডে এ বার ত্রিমুখী লড়াই। সনিয়ার প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের মঞ্জুলা রমেশ এবং সিপিএমের বলরামাথি। আগামী ৯ ডিসেম্বর দু’দফায় হবে নির্বাচন। ইতিমধ্যেই গেরুয়া শিবিরের নেতারাও জোর দিচ্ছেন সনিয়ার নামের বিশেষ আকর্ষণের উপর।

নাম একই হলেও রাজনৈতিক মতাদর্শ, অভিজ্ঞতা ও যাত্রাপথ আলাদা। কিন্তু অল্প বয়সেই স্থানীয় রাজনীতিতে শক্ত জায়গা করে নেওয়ার লড়াইয়ে নেমে সনিয়া গান্ধী নিশ্চয়ই নজর কেড়েছেন সারা রাজ্যে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular