বিহারে নির্ধারিত হল নতুন সরকারের শপথ গ্রহণের দিনক্ষণ

bihar-new-government-formation-19-20-november-2025

পটনা : বিহারজুড়ে দুই দফায় ভোটের উত্তেজনা এখন বদলে গেছে সরকার গঠনের প্রস্তুতিতে। ৬ ও ১১ নভেম্বর অনুষ্ঠিত ভোটে ৬৬ শতাংশেরও বেশি ভোটদানের নজিরবিহীন উপস্থিতি দেখেছে রাজ্য ১৯৫১ সালের পর এই প্রথম ভোটারদের এমন উৎসাহী অংশগ্রহণ। ভোট গণনা শেষ হতেই নতুন সরকার গঠনের প্রক্রিয়া দ্রুত গতিতে এগোচ্ছে। সূত্রের খবর, ১৯ বা ২০ নভেম্বর নতুন সরকার শপথ নিতে পারে।

Advertisements

ইতিমধ্যে ১৮তম বিহার বিধানসভা গঠনের জন্য নির্বাচন কমিশন আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছে। কমিশনের পক্ষ থেকে খুব শীঘ্রই বিহারের রাজ্যপাল আরিফ মহম্মদ খানের কাছে চূড়ান্ত ফলাফলের রিপোর্ট দেওয়া হবে। সেই মুহূর্ত থেকেই কার্যত শেষ হয়ে যাবে মডেল কোড অফ কন্ডাক্ট।

   

শ্রীনিধি ডেকানের দায়িত্বে ফিরে কী বললেন কার্লোস পিন্টো?

এদিকে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আগামীকাল মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন। সেই বৈঠকেই ১৭তম বিধানসভার অবসান অনুমোদিত হওয়ার সম্ভাবনা। বৈঠকে প্রস্তাব গৃহীত হলে নীতীশ কুমার তাঁর ইস্তফাপত্র রাজ্যপালের হাতে জমা দেবেন।

রাজনৈতিক মহলের মতে, এই পদক্ষেপই আনুষ্ঠানিকভাবে নতুন সরকার গঠনের পথ খুলে দেবে। পদত্যাগের পর NDA-র সহযোগী দলগুলি বৈঠকে বসে জোটের বিধানসভা নেতাকে নির্বাচিত করবে। সেই নেতাই রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানাবেন।

এরই মাঝে পটনার গান্ধী ময়দানে শপথগ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়ে গেছে। এবারের শপথগ্রহণ শুধু একটি আনুষ্ঠানিকতা নয়—একটি বৃহৎ রাজনৈতিক শক্তিপ্রদর্শন করতে চায় NDA। আয়োজন হবে জনসমুদ্রের মতো বিশাল, উপস্থিত থাকবেন দেশের শীর্ষ নেতৃত্ব।

Advertisements

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে শপথগ্রহণে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। সঙ্গে থাকবেন কেন্দ্রীয় মন্ত্রীরা, NDA-শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা, এবং শীর্ষ জোট নেতারা। শপথের দিন ১৯ বা ২০ নভেম্বর চূড়ান্ত করা হবে প্রধানমন্ত্রীর সূচি ধরে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিহারের নতুন সরকার গঠন NDA-র জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এর ঠিক পরেই শুরু হবে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি। ফলে NDA এই শপথগ্রহণকে ব্যবহার করতে চায় পরবর্তী নির্বাচনে নিজেদের ঐক্য ও শক্তি প্রদর্শনের মঞ্চ হিসেবে।

উল্লেখযোগ্যভাবে, এবারের নির্বাচনে NDA বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ২৪৩ আসনের বিধানসভায় NDA পেয়েছে ২০২টি আসন। এর মধ্যে BJP ৮৯ টি, JDU ৮৫ টি, LJP ১৯ টি, HAM ৫টি এবং RLM ৪ টি আসন পেয়েছে।

অন্যদিকে মহাগঠবন্ধন বলতে গেলে ভরাডুবির মুখ দেখেছে। মাত্র ৩৫টি আসনে সীমাবদ্ধ হয়েছে জোট।RJD পেয়েছে ২৫ টি (২০১০–এর পর দ্বিতীয় সবচেয়ে খারাপ ফল কংগ্রেস পেয়েছে মাত্র ৬ টি , CPI(ML)L পেয়েছে ২টি এবং CPI(M) পেয়েছে ১টি আসন। AIMIM পেয়েছে ৫টি আসন, যদিও VIP-র খাতা খোলেনি।

রাজনৈতিক মহল মনে করছে, ভোটের এই ঢেউ স্পষ্ট বার্তা দিয়েছে—বিহার পরিবর্তন চাইছে, এবং NDA নেতৃত্ব এখন সেই দায়িত্ব পালনে প্রস্তুত। আগামী ১৯ বা ২০ নভেম্বর নতুন সরকার শপথ নিলে নতুন অধ্যায়ের সূচনা হবে বিহারের রাজনীতিতে।