মুখ্যমন্ত্রী নীতিশই ! JDU এর ট্যুইট ডিলিটে বাড়ল জল্পনা

bihar-jdu-deleted-tweet-nitish-kumar-cm-speculation-2025

পটনা, ১৪ নভেম্বর: বিহারের ভোট গণনা যখন শেষ পর্যায়ে, এনডিএ যখন ২১০-এর কাছাকাছি আসন নিয়ে সরকার গঠনের পথে, ঠিক সেই মুহূর্তে জনতা দল ইউনাইটেডের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে একটি টুইট এল “নীতিশ মুখ্যমন্ত্রী ছিলেন, থাকবেন”। হিন্দিতে লেখা এই এক লাইনে এই ট্যুইট করেছিল JDU। টুইট আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক মহলে হইচই পড়ে যায় । কিন্তু আশ্চর্যের ব্যাপার, মাত্র কয়েক মিনিটের মধ্যেই সেই টুইট ডিলিট করে দেওয়া হল।

Advertisements

ভারতের ৬৫০০০ টনের INS বিশাল-এর যৌথ উন্নয়নের দিকে যুক্তরাজ্য-ফ্রান্সের নজর

   

মুছে ফেলার আগেই আগেই হাজার হাজার মানুষ দেখে ফেলেন এবং শেয়ার করতে শুরু করেন। কিন্তু কিছুক্ষনের মধ্যেই টুইট উধাও। এই অল্প সময়ের মধ্যে বিজেপি সমর্থকদের একাংশ ক্ষেপে ওঠেন। তারা বলেন “এটা কী অহংকার? বিজেপি ৯০-এর কাছাকাছি আসন পেয়ে সিঙ্গল লার্জেস্ট পার্টি, আর জেডিইউ ৭০-৭৫-এর মধ্যে। তবু নীতীশকেই সিএম বলে ঘোষণা?” এই প্রশ্ন উঠতে থাকে।

অন্যদিকে, জেডিইউ কর্মীরা বলছেন, “আমরা তো জানি নীতীশজিই সিএম হবেন। গত পনেরো বছর ধরে তিনিই তো বিহারের মুখ। বিজেপি তো শুধু কেন্দ্রের জোরে ভোট পেয়েছে। আসল কাজ তো নীতীশজি করেন।” পাটনার ১ আনে মার্গে জেডিইউ অফিসের সামনে কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা। অনেকে ‘নীতীশ কুমার জিন্দাবাদ’ স্লোগান দিচ্ছেন।রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা এনডিএ-র অভ্যন্তরীণ টানাপোড়েনকে প্রকাশ্যে এনে দিয়েছে।

Advertisements

বিজেপি যেখানে সিঙ্গল লার্জেস্ট পার্টি হয়ে উঠেছে, সেখানে জেডিইউ-এর একার দাবি মেনে নেওয়া বিজেপির পক্ষে কঠিন। ইতিমধ্যে খবর বেরোচ্ছে যে বিজেপির শীর্ষ নেতৃত্ব দুজন উপমুখ্যমন্ত্রী এবং গুরুত্বপূর্ণ দফতরের দাবি তুলতে পারে। সেক্ষেত্রে নীতীশকে সিএম রাখলেও তাঁর ক্ষমতা অনেকটাই খর্ব হতে পারে। এই টুইট-ডিলিট ঘটনার পর বিহারের রাজনৈতিক করিডোরে জোর জল্পনা—আজ সন্ধ্যা বা কাল সকালের মধ্যে এনডিএ-র বৈঠক হতে পারে।

সেখানে সিএম পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। নীতীশ কুমার নিজে এখনও কোনো মন্তব্য করেননি। তিনি পাটনায় তাঁর সরকারি বাসভবনে বসে দলের নেতাদের সঙ্গে বৈঠক করছেন।এদিকে মহাজোটের তেজস্বী যাদব বলেছেন, “এনডিএ-র ভিতরেই এত ঝামেলা। বিজেপি আর জেডিইউ-এর লড়াই দেখে হাসি পাচ্ছে।”

কিন্তু বিহারের জনগণের কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন যিনি পঞ্চমবারের জন্য শপথ নেবেন, তিনি কি সত্যিই নীতীশ কুমার হবেন? নাকি বিজেপি নতুন কোনো সমীকরণ তৈরি করবে?একটা টুইট এসে মিনিট আটেক থেকে মুছে গেল, কিন্তু তার ফলে যে ঝড় উঠেছে, তা আগামী কয়েকদিন বিহারের রাজনীতিকে উত্তপ্ত করে রাখবে। নীতীশ ‘থাকবেন’ কি না, সেটা এখন শুধু সময়ের অপেক্ষা।