মগধে মহারণ: কোথায় দাঁড়িয়ে বামেরা?

পাটনা: ফের মগধ রাজ্যে গেরুয়া ঝড়। রেকর্ড গড়ল মোদী-নীতিশ জুটি। মুখ থুবড়ে পড়ল আরজেডি-কংগ্রেস। কিন্তু কোথায় দাঁড়িয়ে বামেরা? সিপিআই মার্কসবাদী-লেনিনবাদী এবং সিপিআই মার্কসবাদী, ২০২০ সালে নিজেদের মধ্যে ২৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে এবং ১৬টি আসনে জয়লাভ করে, অর্থাৎ ৫৫ শতাংশ রিটার্ন। তবে এবছর বিহারে বামেদের ভরাডুবি।

Advertisements

সকাল ১১টা পর্যন্ত ৩৩ টি আসনে লড়াই করা বামফ্রন্ট মাত্র আটটিতে এগিয়ে ছিল। দুপুর ১ টা নাগাদ সেই সংখ্যা কমে দাঁড়ায় ৪-টি আসনে। সেগুলি হল, ঘোসি, কারাকাট, পালিগঞ্জ এবং ফুলওয়ারি। ঘোসিতে এগিয়ে ছিলেন সিপিআইএম (এল)-এর রামবলি সিং যাদব। দুপুর ৩ টে নাগাদ সিপিআই(এম) এবং সিপিআইএম (এল) ১ টি করে আসনে এগিয়ে আছে।

   

কারাকাটে প্রথমে সিপিআইএম (এল)-এর অরুণ সঙ্গ এগিয়ে থাকলেও, বেলা গড়াতেই জেডিইউ-এর মহাবলি সিং ১৪৯২ ভোটে এগিয়ে যান। পালিগঞ্জেও বাম-প্রার্থী সন্দীপ সৌরভকে পেছনে ফেলে এগিয়ে গেছেন এলজেপি-র সুনীল কুমার।

২০২০-তে বামেরা

Advertisements

২০২০ বিহার বিধানসভা নির্বাচনে সিপিআই(এমএল)-এল-এর চিত্তাকর্ষক ফলাফল সত্ত্বেও, এই নির্বাচনের আসন বন্টন ব্যবস্থায় মাত্র একটি অতিরিক্ত আসন পায় তারা। ২০২০ সালের ফলাফলের জন্য বিশ্লেষকরা বিভিন্ন ব্যাখ্যা দিয়েছিলেন।

কেউ কেউ বামপন্থীদের সাফল্যকে কেবল আরজেডির নির্বাচনী যন্ত্রপাতির উপর চাপ প্রয়োগ বলে উড়িয়ে দিয়েছিলেন। আবার কেউ কেউ যুক্তি দিয়েছিলেন যে আদর্শিকভাবে পরিচালিত দলগুলির তৃণমূল পর্যায়ের কাজ নির্বাচনে লাভজনক ফল দিয়েছিল।