বিহারের ২৪৩ আসনের বিধানসভা নির্বাচনের (Bihar Assembly Election) ভোটগ্রহণ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। আগামী ৬ নভেম্বর প্রথম দফার ভোটগ্রহণ। দ্বিতীয় দফার ১১ নভেম্বর। সেরাজ্যের রাজনৈতিক ময়দানে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। ভোটের আগে বিভিন্ন প্রাক নির্বাচনী সমীক্ষা প্রকাশ পেয়েছে। এর মধ্যে জেভিসি (JVC) পোল বিশেষভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
মহাজোটের চিত্র
আরজেডি নেতৃত্বাধীন মহাজোট ৯৩-১১২ আসন পেতে পারে। এর মধ্যে আরজেডি ৬৯-৭৮ আসন, কংগ্রেস ৯-১৭ আসন, সিপিআইএমএল ১২-১৪ আসন, সিপিআই ১ এবং সিপিএম ১টি আসন পেতে পারে। এছাড়া প্রশান্ত কিশোরের মেরেকেটে ১ আসন, মিম, বিএসপি ও অন্যান্য দল মিলিয়ে ৮-১০ আসন পেতে পারে।
এনডিএ জোটের চিত্র
জেভিসি পোল অনুযায়ী, বিহারে এবার এনডিএর জয় সম্ভাবনা সবচেয়ে উজ্জ্বল। সমীক্ষা বলছে, ২৪৩ আসনের মধ্যে এনডিএ ১২০-১৪০ আসন পেতে পারে। এর মধ্যে বিজেপির একক অবদান ৭০-৮১ আসন পর্যন্ত হতে পারে। অন্যদিকে, জেডিইউ ৪১-৪৮ আসন পেতে পারে। এলজেপি, হাম এবং আরএলএম মিলে কিছু সংখ্যক আসন জিতে সরকার গঠনে ফ্যাক্টর হয়ে উঠতে পারে।
মুখ্যমন্ত্রী হিসেবে কার জনপ্রিয়তা বেশি?
সমীক্ষায় দেখা গিয়েছে, ভোটাররা তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী হিসেবে সবচেয়ে বেশি চান ৩৩ শতাংশ ভোটার। চিরাগ ও প্রশান্ত কিশোরকে পছন্দ করেন ১০ শতাংশ ভোটার। অন্যদিকে, ডেপুটি চিফ মিনিস্টার সম্রাট চৌধুরীকে চান ৯ শতাংশ ভোটার এবং মহাজোট থেকে কাউকে মুখ্যমন্ত্রী দেখতে চান মাত্র ৫ শতাংশ ভোটার।
প্রাক নির্বাচনী সমীক্ষা স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে, বিহারে এবারের নির্বাচন অত্যন্ত ঘনিষ্ঠ এবং জটিল। এনডিএ যদি সামান্য কম এবং মহাজোট যদি সামান্য বেশি আসন পায়, তা হলে সরকার গঠনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে। ভোটের ফলাফলের দিকে তাকিয়ে আছে কেবল রাজ্যই নয়, দেশীয় রাজনৈতিক হিসেবও।


