কলকাতা: বাংলায় আগামী বছরেই বিধানসভা নির্বাচন। এখন বাংলা জুড়ে চলছে তারই প্রস্তুতি। ভোটার তালিকার নিবিড় সংশোধনও শুরু হল বলে। সম্প্রতি বিরোধীদের গলায় শোনা গিয়েছে ভাঙড় কেন্দ্রে ২০২১ এর লোকসভা ভোটে ভোটার সংখ্যা ছিল ২ লক্ষ ৫১ হাজার ৯৭৭ জন। কিন্তু বর্তমান সমীক্ষায় দেখা যাচ্ছে সেই ভোটার সংখ্যা বেড়ে হয়েছে ২ লক্ষ ৮৭ হাজার ৯৯৩ জন।
রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি প্রশ্ন তুলেছে কোন সমীকরণে তিন বছরে প্রায় ১৪ শতাংশ ভোটার বাড়ল? এই প্রশ্নের উত্তর দিয়েছেন তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। তিনি বলেছেন এই সমীকরণ খুবই সহজ সমীকরণ। দেবাংশু উদাহরণ দিয়ে বলেছেন খোদ মহারাষ্ট্র বিধানসভাতে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের কেন্দ্রে লোকসভা নির্বাচন হয়েছিল ২০২৪ এ।
গোয়ায় নৌবাহিনীর জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন মোদীর
ঠিক তার পাঁচ মাসের মাথায় মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন হয়। যেখানে ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছিল ৮ শতাংশ। দেবাংশু তার নিজস্ব যুক্তি দিয়ে বলেছেন পাঁচ মাসে যদি ৮ শতাংশ ভোটার বৃদ্ধি হয় তাহলে তিন বছরে সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় ৫৭ শতাংশে, যা অভাবনীয়। দেবাংশু আরও বলেছেন যে মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর কেন্দ্র সম্পূর্ণভাবে হিন্দু অধ্যুষিত কেন্দ্র তাহলে সেখানে এই হারে ভোটার সংখ্যা বৃদ্ধি পেল কিভাবে তা ব্যাখ্যা করুক বিজেপি।
অতএব দেবাংশু স্পষ্ট করে বলেছেন বিজেপি ভাঙড়ের মত একটি মুসলিম প্রধান কেন্দ্রকে নিয়ে সাম্প্রদায়িক রাজনীতি করতে চাইছে। দেবাংশুর মতে রাজ্য বিজেপি অভিযোগ করছে যে এই মুসলিম প্রধান কেন্দ্র গুলিতে অবৈধ অনুপ্রবেশকারীদের জায়গা দেওয়া হয়েছে। যার ফলে তিন বছরে এত ভোটার বেড়ে গিয়েছে। দেবাংশু তার বক্তব্যে বলেছেন যে সাম্প্রদায়িক রাজনীতিতে বিজেপি নেমেছে তা কখনোই মানুষ মেনে নেবেন না।
দেবাংশু তার ভিডিও বার্তায় বলেছেন বিজেপি বাংলার ভোটারদের সমীকরণ নিয়ে বেশি চিন্তিত কিন্তু বিজেপি শাসিত রাজ্যে এই সমীকরণের অবস্থা আরও খারাপ। দেবাংশু তার ভিডিও বার্তায় আরও বলেছেন যে মহারাষ্ট্র সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে সমীকরণ অত্যন্ত ভয়াবহ এবং সেই জন্যই নরেন্দ্র মোদীকে ভোটচোর বলা হচ্ছে দেশ জুড়ে। আর তিনি মুখ লুকোচ্ছেন। সুতরাং দেবাংশু তার বক্তব্যে স্পষ্ট করে দিয়েছেন যে তৃণমূল একেবারেই শুদ্ধসত্ব এবং বাংলায় ভোটার সংখ্যা বৃদ্ধি পাওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।