HomeBharatPolitics১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে নয়া ডেডলাইন হাইকোর্টের

১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে নয়া ডেডলাইন হাইকোর্টের

- Advertisement -

কলকাতা: ১০০ দিনের কাজ শুরু করার বিষয়ে কলকাতা হাইকোর্ট (High Court) তৎপরতা তুঙ্গে। দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের ‘গ্রিন সিগন্যাল’ পেতেই কেন্দ্রীয় সরকারকে কড়া নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল। এক মাসের মধ্যে বকেয়া টাকা এবং সংশ্লিষ্ট হলফনামা জমা দেওয়ার জন্য কেন্দ্রকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, কেন্দ্রকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে যাতে ১০০ দিনের কাজ শিথিল না হয়ে পড়ে। এই প্রকল্পের লক্ষ্য হলো দেশের বিভিন্ন অংশে কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেকারদের উপযুক্ত কাজের সুযোগ প্রদান করা। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল বলেন, “প্রকল্পের সময়মতো বাস্তবায়ন নিশ্চিত করা প্রয়োজন। কোন অজুহাত এখানে গ্রহণযোগ্য নয়। কেন্দ্রকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।”

   

এই প্রকল্পে ব্যর্থতা দেশের শ্রমশক্তির জন্য বড় প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের তৎপরতা গুরুত্বপূর্ণ কারণ এটি সরকারি প্রকল্পের স্বচ্ছতা এবং দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করে। বর্তমানে বকেয়া টাকা বিতরণ এবং প্রকল্পের অগ্রগতি নিয়ে কেন্দ্রের বিলম্বের বিষয়টি হাইকোর্টের নজরে এসেছে

একই সঙ্গে হাইকোর্ট কেন্দ্রকে নির্দেশ দিয়েছেন যে, প্রকল্পের জন্য সমস্ত হিসাব এবং অর্থের ব্যবহার সম্পর্কিত তথ্যের প্রমাণ উপস্থাপন করতে হবে। হলফনামা জমা দেওয়ার মাধ্যমে কেন্দ্রকে নিশ্চয়তা দিতে হবে যে, প্রকল্পের জন্য প্রয়োজনীয় অর্থ যথাসময়ে বরাদ্দ এবং ব্যবহার করা হচ্ছে।

 

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular