ফের উত্তাল বেলডাঙা। গতকাল পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের রহস্য মৃত্যু (Beldanga)ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে বেলডাঙা। আজ শনিবার ও সেই আগুন নিভলনা। বিহারে এক পরিযায়ী শ্রমিককে মারধর করা নিয়ে ফের উত্তাল বেলডাঙা। শুরু হয়েছে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ চলছে ভাঙচুর। সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ৩৬-৩৭ বছরের আলাউদ্দিন গত পাঁচ বছর ধরে ঝাড়খণ্ডে ফেরিওয়ালার কাজ করতেন। বৃহস্পতিবার তাঁর ভাড়া বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
পরিবারের দাবি, এটা আত্মহত্যা নয় তাঁকে বাঙালি বলে সন্দেহ করে নৃশংসভাবে পিটিয়ে খুন করা হয়েছে, তারপর প্রমাণ লোপাটের জন্য গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই অভিযোগের আগুনে শুক্রবার সকাল থেকে বেলডাঙায় জাতীয় সড়ক ১২ নম্বর ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু হয়।
২০২৭ সালে ছুটবে বন্দে ভারত ৪.০, জেনে নিন রুটের বিস্তারিত
উত্তেজিত জনতা টায়ার জ্বালিয়ে রাস্তা বন্ধ করে দেয়। ইট-পাথর ছোড়া হয়, পুলিশের গাড়ি ও ট্রাফিক কিয়স্ক ভাঙচুর করা হয়। প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে। প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। রাজনৈতিক মহলের অভিযোগ নির্বাচনের আগে উদ্দেশ্য প্রনোদিত ভাবে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করা হচ্ছে।
অন্তত ১২ জন আহত হন। শিয়ালদহ-লালগোলা শাখায় ট্রেন চলাচল ঘণ্টার পর ঘণ্টা বন্ধ থাকে। হাজার হাজার যাত্রী আটকে পড়েন। বিশাল পুলিশ ও র্যাফ বাহিনী মোতায়েন করা হয় পরিস্থিতি সামলাতে। প্রায় ৫-৬ ঘণ্টা ধরে অচলাবস্থা চলে। অবশেষে জেলাশাসক নিতিন সিংহানিয়া ঘটনাস্থলে পৌঁছে আলোচনার পর অবরোধ তুলে নেওয়া হয়। তিনি ঘোষণা করেন, মৃতের পরিবারকে রাতের মধ্যেই আর্থিক সাহায্য ও একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে।
এছাড়া জেলায় পরিযায়ী শ্রমিকদের জন্য ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হবে।এই ঘটনা শুধু একটা মৃত্যুর প্রতিবাদ নয়। বছরের পর বছর ধরে ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকরা ভাষা-পরিচয় নিয়ে হেনস্তা, মারধর, এমনকি খুনের শিকার হচ্ছেন। সম্প্রতি ওড়িশা, অসম, বিহারে এমন ঘটনা ঘটেছে। বেলডাঙার মানুষের ক্ষোভ এখন ফুঁসছে পেটের দায়ে ছেলেরা বাইরে যাচ্ছে, ফিরছে না জীবিত হয়ে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষীদের উপর অত্যাচার হচ্ছে, এবং এই ক্ষোভকে কাজে লাগিয়ে রাজ্যে অশান্তি ছড়ানোর চেষ্টা চলছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়েছেন।
