কলকাতা: বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে (Beldanga Babri Masjid slogan)। আজ শনিবার সম্পন্ন হল হুমায়ুন কবিরের বাবরি মসজিদের শিলান্যাস। এই শিলান্যাস অনুষ্ঠানেই স্লোগান উঠেছে ‘লড়কে লেঙ্গে বাবরি মসজিদ।’ এই ঘটনাকে কেন্দ্র করেই ফের সরব হয়েছেন বিজেপির নেতা এবং আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠানে আইনজীবী আলী আফজল চাঁদ স্লোগান দেন ‘লড়কে লেঙ্গে বাবরি মসজিদ’।
তিনি তার পোস্টে এই স্লোগানকে ১৯৪৭-এর “লড়কে লেঙ্গে পাকিস্তান”-এর সঙ্গে তুলনা করে লিখেছেন, “আজ বেলডাঙ্গায় যে হুমকি শোনা গেল, সেটা কেবল একটা স্লোগান নয় এটা আমাদের সভ্যতা, বিশ্বাস ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। যখনই হিন্দু চুপ করে থেকেছে, তখনই রক্ত, মন্দির ও সম্মান হারিয়েছে। এটা জাগরণের সময়। ধর্ম যাঁকে রক্ষা করেন, তিনিই ধর্মকে রক্ষা করেন।” তরুণ জ্যোতি বলেন আজকের বাবরি মসজিদের শিলান্যাসে এই ধরণের স্লোগান ফের বাংলা ভাগের আশঙ্কা উস্কে দিচ্ছে।
পাকিস্তানের যুদ্ধ বিরতি ভঙ্গে রক্ত গঙ্গা বইয়ে দিল তালিবানরা
বিজেপির একাংশ এই স্লোগানকে ‘রাষ্ট্রবিরোধী’ বলে চিহ্নিত করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হুমায়ুন কবিরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়েরের দাবি জানিয়েছে। দিল্লির বিজেপি সূত্র জানাচ্ছে, আগামী সপ্তাহে সংসদে এই বিষয়টি উত্থাপন করা হতে পারে। বেলডাঙ্গার অনুষ্ঠানে সকাল ১১টা নাগাদ শিলান্যাস সম্পন্ন হয়। সৌদি আরব থেকে আসা ক্লেরিকরা কোরান তেলাওয়াত করেন, ৬০ হাজার বিরিয়ানি বিতরণ হয়।
হুমায়ুন কবির মঞ্চ থেকে বলেন, “এটা কেবল মসজিদ নয়, এটা শিক্ষা ও চিকিৎসার কেন্দ্র হবে। কেউ যদি এর নাম নিয়ে রাজনীতি করে, সেটা তাদের সমস্যা।” কিন্তু তাঁর সমর্থকদের মুখে “লড়কে লেঙ্গে বাবরি মসজিদ” স্লোগান উঠতেই পুরো পরিবেশ বদলে যায়। ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, যেখানে শিশু থেকে বৃদ্ধ সবাই এই স্লোগান দিচ্ছে। তবে শুধু এই স্লোগান নয়। বিজেপি গুরুতর অভিযোগ তুলেছে মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধেও।
গতকাল শুক্রবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের বলেন শনিবার মমতা পুলিশ দায়িত্ব নিয়ে এই শিলান্যাস অনুষ্ঠান করবে। এবং হলও তাই। বিজেপির নেতৃত্ব আরও গুরুতর অভিযোগ করে বলেছে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা থেকে শুরু করে এই মসজিদের শিলান্যাস পুরোটাই সাজানো ঘটনা। এবং এই বাবরি মসজিদের ভবিষ্যৎ কি এবং সত্যিই কি আরও একবার ভাগ হবে বাংলা তা সময়ই বলবে।


