BDO অফিসে SIR মিটিং! ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তরুণজ্যোতির

bdo-office-sir-meeting-tarun-jyoti-tiwari-match-fixing-allegation

কলকাতা: বাংলায় বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে আগামী ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে SIR শুরু করবেন BLO রা। কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কোমর বেঁধে নেমে পড়েছে এই ভোটার তালিকার সংশোধনের বিরুদ্ধে। অভিষেক বন্দোপাধ্যায় শুক্রবার বারাবনি এবং কাঁকসায় BDO অফিসগুলিতে রাজনৈতিক সভা করছেন। এই প্রসঙ্গে ফের বিস্ফোরক অভিযোগ করেছেন বিজেপি নেতা এবং বিশিষ্ট আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি।

তিনি স্পষ্ট অভিযোগ করেছেন যে যে BDO রা SIR এ কাজ করবেন তাদের অফিসেই তৃণমূলের মিটিং হচ্ছে। এবং এর কারণেই ভোটার তালিকার নিবিড় সংশোধনে কোনো রকম স্বচ্ছতা থাকবে না। তিনি তার এক্স হ্যান্ডেলের পোস্টে বলেছেন BDO অফিসের মত প্রশাসনিক অফিস গুলিতে রাজনৈতিক সভা অসাংবিধানিক।

   

‘এক মুহূর্তও চোখের আড়ালে নয়’ বিএলএ টু-দের বিএলওদের পাশে থাকার নির্দেশ অভিষেকের

তরুণজ্যোতির মতে “BDO অফিসে অভিষেকের মিটিং বারাবনী আর কাঁকসায়। BDO অফিসগুলো রাজনৈতিক কাজে ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস। SIR সংক্রান্ত মিটিং হবে তাও আবার BDO OFFICE এ? এই সকল BDO দের দিয়ে SIR এর কাজ করাবে?”

তরুণজ্যোতির এই অভিযোগ গুরুতর বলে মনে করেছেন রাজনৈতিক মহলের একাংশ। তারা তাদের প্রতিক্রিয়ায় বলেছেন তৃণমূল সংবিধানের উর্ধে নয়। যদিও তারা সবসময় অসাংবিধানিক কাজকর্ম করে এবং মনে করে এই রাজ্যে এক নায়কতন্ত্র চলছে। অভিষেক বন্দোপাধ্যায়ের মত রাজনৈতিক নেতা কিভাবে সংবিধানের প্রটোকল ভেঙে প্রশাসনিক দফতর গুলিকে রাজনৈতিক পার্টি অফিসে পরিণত করতে পারেন এমন প্রশ্নও করেছেন অনেকে।

সাধারণ মানুষও তাদের প্রতিক্রিয়া জানতে গিয়ে বলেছেন, যে উদ্দেশ্য নিয়ে নির্বাচন কমিশন এই ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া করতে চাইছেন তা কোনোদিন এ পূরণ হবে না, যতদিন না এই ধরণের প্রভাব খাটানো বন্ধ না হবে।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি তার কিছু এক্স হ্যান্ডেলের পোস্টে নাম করে কিছু তৃণমূল নেতা ঘনিষ্ট BLO দের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তারা SIR প্রক্রিয়া তে প্রভাব খাটাচ্ছে। শুভেন্দুর তরফ থেকে বড় অভিযোগ আসে যে স্কুল গুলিতে স্থায়ী শিক্ষক থাকা সত্ত্বেও পার্ট টাইম শিক্ষকদের দিয়ে এই BLO দের কাজ করান হচ্ছে।

তিনিও তরুণজ্যোতির মতো বহুবার অভিযোগ করেছিলেন এই ভোটার তালিকা সংশোধনে অনিয়মের কথা বলে। আজকের BDO অফিসে অভিষেক বন্দোপাধ্যায়ের এই সভা সাধারণ মানুষ থেকে রাজনৈতিক মহল সবাই সন্দেহের চোখেই দেখছেন এবং বলছেন যে প্রশাসনিক দফতরে SIR নিয়ে আলোচনায় ভোটার তালিকার সংশোধনের স্বচ্ছতা কমাবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন