দলিত মায়াবতীর যোগী প্রীতি নিয়ে বিস্ফোরক বলাগড়ের বিধায়ক

কলকাতা ১১ অক্টোবর: উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতীর (India Politics) যোগী প্রীতি নিয়ে মুখ বিস্ফোরক মন্তব্য করেছেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন…

ballagarh-mla-slams-mayawati-for-supporting-yogi-india-politics

কলকাতা ১১ অক্টোবর: উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতীর (India Politics) যোগী প্রীতি নিয়ে মুখ বিস্ফোরক মন্তব্য করেছেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। নিজে নমঃশুদ্র গোষ্ঠীর প্রতিনিধি হয়ে তিনি বিরোধিতা করেছেন মায়াবতীর। তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি পোস্টে তিনি বলেছেন যে রাজ্যে দলিতরা প্রত্যেকদিন নিগৃহীত এবং অত্যাচারিত হচ্ছে দলিত সমাজের প্রতিনিধি হয়ে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর চাটুকারিতা করছেন মায়াবতী।

Advertisements

তিনি তার বক্তব্যে স্পষ্ট বলেছেন “দীর্ঘদিন সিবিআই ইডির ভয়ে ঘরেরকোনে লুকিয়ে বসে থাকা মায়াবতী হঠাৎ গোপন গুহা থেকে বের হয়ে এসে-২৭ সালের নির্বাচনকে মাথায় রেখে ৯/১০/২০২৫ লখনৌতে এক জনসভায় প্রকট হয়ে নির্লজ্জভাবে যোগী সরকারের প্রশংসায় করে গেলেন।” তিনি আরও বলেছেন মায়াবতীর বকৃতা “গোবর গন্ধপূর্ন বেসরম স্তাবকতা।”

Advertisements

হাইড্রোজেন ইঞ্জিনে ছুটবে Suzuki Burgman, পরিবেশবান্ধব ভবিষ্যতের পথে নতুন অধ্যায়

গোটা বকৃতা শুনতে শুনতে তার মনে হয়েছে যেন লিখে দেওয়া ওই বকৃতা দিল্লির বিজেপি অফিস থেকেই লিখে দেওয়া হয়েছে।মায়াবতীকে বলে দেওয়া হয়েছে যা লেখা আছে যেমন লেখা হয়েছে মাত্র পাঠ করে দেবে। তা না হলে জেলে যাবার জন্য প্রস্তুত থেকো । এছাড়া অন্য কোনভাবে মনুবাদী ব্রাম্মন্যবাদী যোগীর এমন বেআব্রু চাটুকারিতা কারও পক্ষে করা সম্ভব নয়।

বলাগড়ের বিধায়ক আরও বলেছেন, যে দেশে প্রধান দলিত সম্প্রদায়ভুক্ত প্রধান বিচারপতিকে সর্বসমক্ষে জুতো ছোঁড়া হয় সেখানে সংবিধানের কোনো অস্তিত্ব নেই। কিন্তু তা সত্ত্বেও শুধুমাত্র নিজের পিঠ বাঁচাতে মায়াবতী যোগীর চাটুকারিতা করছেন। মনোরঞ্জনের মতে মায়াবতীর কথা অনুসারে যদি যোগীর শাসন দলিতদের পক্ষে মঙ্গলময় হয় তাহলে আর দলিত মানুষ যোগীকে পরিত্যাগ করে মায়াবতীর পক্ষে যাবে কেন?

কেন বা মায়াবতীর দলকে ভোট দেবে? দেবেনা সেটা মায়াবতী জানে। তাঁর একমাত্র উদ্দেশ্য তো দলিতের ভোট যেন সপা’তে না যায়। ইণ্ডিয়া জোট যেন শক্তিশালী না হয়। যেটা বিজেপির চেষ্টা সেটাই মায়াবতীর চেষ্টা। এই চেষ্টা সে যতক্ষন করতে থাকবে জেলেযাত্রা থেকে বাঁচতে থাকবে। মনোরঞ্জনের এই পোস্ট ঘিরে স্বাভাবিক ভাবেই তৈরী হয়েছে বিতর্ক এবং সিংহভাগ মানুষ তাকে সমর্থন করে লিখেছেন যে বিজেপি সরকার প্রত্যেকের উপরে চাপ সৃষ্টি করে রেখেছে।

সিবিআই ইডি লেলিয়ে দিয়ে বিজেপির চাটুকারিতা করতে বাধ্য করছে। আবার অনেকেই তাদের মত প্রকাশ করতে গিয়ে বলেছেন যোগী রাজ্যে দলিতদের এই দুরবস্থার পরেও কি করে মায়াবতী তার সমর্থন করতে পারে। মায়াবতী অত্যন্ত আতঙ্কিত হয়েই এখন যোগীর চাটুকারে পরিণত হয়েছেন।