বলাগড়: আগামী বছরেই বাংলায় বিধানসভা নির্বাচন। তাই শুরু হয়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা SIR। রবিবার বলাগড় বিধানসভার অন্তর্গত জিরাটে এই SIR কে কেন্দ্র করেই ছড়াল চাঞ্চল্য। অভিযোগ নিয়ম মত SIR ফর্ম নিয়ে বাড়ি বাড়ি না গিয়ে সংশ্লিষ্ট BLO গ্রাম পঞ্চায়েত মেম্বারের স্বামীর নেতৃত্বে সেই ফর্ম বিলি করছেন। খবর পেয়েই এক BLA কে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছন জিরাট বিজেপির মন্ডল সভাপতি অনিমেষ দেবনাথ।
ঘটনাস্থলে পৌঁছে প্রতিবাদ করতেই সেই পঞ্চায়েত মেম্বারের স্বামী অনিমেষকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে বলাগড় বিধানসভার অন্তর্গত জিরাটের শ্রীপুর অঞ্চলে বুথ নম্বর-১০৩ এ।
চারিদিকে শত্রু: ভোট আবহে লালু-পুত্রের প্রাণনাশের আশঙ্কা?
নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে SIR ফর্ম নিয়ে BLO বাড়ি বাড়ি যাবেন এমনটাই হচ্ছে বাংলার সমস্ত জায়গায়। কিন্তু শ্রীপুরে দেখা গেল ভিন্ন ছবি। BLO গ্রাম পঞ্চায়েত মেম্বার সুপর্ণা প্রামানিকের স্বামী বিশ্বরূপ প্রামানিক (হুলো) এর নেতৃত্বে SIR এর এনুমারেশন ফর্ম বিলি করছিলেন যা সম্পূর্ণ বেআইনি।
এই অনিয়মের খবর পেয়েই ছুটে গিয়েছিলেন জিরাট বিজেপির মন্ডল সভাপতি অনিমেষ। সেখানে পৌঁছলে তৃণমূলের গুন্ডা বাহিনী অনিমেষকে বেলাগাম আক্রমণ করে। প্রথমে কটূক্তি তারপর বিশ্বরূপ প্রামানিক অনিমেষের গায়ে হাতও তোলেন।
এই অকিঞ্চিৎকর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার পর সংবাদ মাধ্যমের সামনে অনিমেষ বলেন নির্বাচন কমিশন একটি স্বশাসিত সংস্থা এবং এই সংস্থার কিছু নিয়ম কানুন আছে। কিন্তু তৃণমূলের নেতারা সেই নিয়ম মানতে দিচ্ছে না।
আইনানুসারে BLO দের বাড়ি বাড়ি গিয়ে সশরীরে ফর্ম দেওয়ার কথা কিন্তু BLO দের উপরে চাপ সৃষ্টি করে তৃণমূল নেতারা তাদের ভোটারদের বাড়ি যেতে আটকাচ্ছেন যা বেআইনি। তিনি এই অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন। এর আগেও রাজ্যের বেশ কিছু জায়গায় এই ধরণের অনিয়মের ঘটনার খবর পাওয়া গেছে। মুর্শিদাবাদে রীতিমত গুন্ডা দিয়ে SIR ফর্ম সরানো হচ্ছিল রাতের অন্ধকারে তাও নজরে এসেছে।
SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধন শুরুর আগের থেকেই তাতে বিরোধিতা করেছিল তৃণমূল। অভিষেক বন্দোপাধ্যায় বেলাগাম আক্রমণ করে বলেছিলেন BLO দের গাছে বেঁধে রাখার কথা। কিন্তু বলাগড়ের ঘটনায় দেখা গেল BLO দের চাপ দিয়ে বাড়ি বাড়ি যেতে আটকানো হচ্ছে তৃণমূলের তরফ থেকে এবং প্রতিবাদ করলেই ভাগ্যে জুটছে নিগ্রহ।
