মমতার অপমান ভুলে ‘দিদি’র বাংলার পাশে ‘মামা’

assam-cm-stands-with-bengal-despite-mamatas-insult-bengal-politics

২১ জুলাইয়ের মঞ্চ থেকে জোর গলায় অসম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে বাংলার (Bengal Politics) সমস্যায় নাক না গলানোর হুঁশিয়ারি দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। কিন্তু আজ বাংলার বিপদে সমস্ত অপমান ভুলে এগিয়ে এলেন সেই হিমন্ত। উত্তর বঙ্গের বন্যা দুর্গতদের জন্য হিমন্ত পাঠালেন বিপুল পরিমান রেশন। ধস এবং বন্যা কবলিতদের জন্য শিলিগুড়িতে পাঁচ লরি ত্রাণ সামগ্রী পাঠিয়েছে অসম সরকার।

Advertisements

চাল, ডাল, সরষের তেল থেকে রেশন সামগ্রী রয়েছে। শিলিগুড়ি থেকে পাহাড়ের বিভিন্ন এলাকায় এই সব খাবার পৌঁছে দেওয়া হবে। বাংলার প্রধান বিরোধীদল বিজেপি অসম সরকারকে ধন্যবাদ জানিয়েছে। তারা বলেছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্নভাবে অপমান করলেও প্রতিবেশী রাজ্যের দুঃসময়ে তারা হাত বাড়িয়ে দিয়েছে, এর জন্য অনেক ধন্যবাদ অসম সরকারকে।

   
আরও পড়ুন: “তালিবানি মানসিকতা!” দুর্গাপুর গণধর্ষণ কান্ডে ‘বিস্ফোরক’ অগ্নিমিত্রা

উত্তরবঙ্গে এবারের বন্যা ও ভূমিধসের তান্ডবে দুর্গত বহুমানুষ । অক্টোবরের প্রথম সপ্তাহে দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় ধসে ৩০ জনের মৃত্যু হয়েছে। জলপাইগুড়ির নাগরাকাটায় পাঁচজনের প্রাণহানি হয়েছে এবং মিরিকের সেতু ভেঙে গিয়েছে। হাজার হাজার মানুষ ঘরছাড়া, শত শত পর্যটক আটকে পড়েছেন।

Advertisements

এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় বন্যার জন্য কেন্দ্রের ‘ভুল বাঁধ ব্যবস্থাপনা’কে দায়ী করে ক্ষতিগ্রস্তদের জন্য ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। তিনি মিরিকে ৪০০ প্যাকেট খাবার পাঠিয়েছেন। কিন্তু বিরোধীরা অভিযোগ করছে, দুর্গাপূজার কর্নিভালে মত্ত থাকায় সরকার ত্রাণে অবহেলা করেছে। এমনকি নাগরাকাটায় ত্রাণ বিতরণের সময় বিজেপি নেতা খগেন মুর্মুর উপর হামলা হয়েছে, তিনি হাসপাতালে ভর্তি।

এই সংকটের মধ্যে অসমের ত্রাণ এসেছে আশীর্বাদের মতো। হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “রাজনীতি একপাশে রেখে প্রতিবেশী রাজ্যের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য।” ত্রাণ লরিগুলো শিলিগুড়ি পৌঁছেছে এবং সেখান থেকে এনডিআরএফ ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা বিতরণ করবেন। বিজেপির বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষ তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ত্রাণের ভিডিও পোস্ট করে অসম মুখ্যমন্ত্রীর প্রশংসা করে বলেছেন বাংলা তাকে অপমান করলেও দুঃসময় তিনি বাংলাকে ভোলেননি এবং কর্তব্য অনুযায়ী উত্তরবঙ্গের বন্যা দুর্গত মানুষদের জন্য সাহায্য পাঠিয়েছেন।