SIR ঘোষণা হতেই ভবিষ্যৎবাণীতে চমক অর্জুনের

arjun-singh-sir-announcement-bengal-development

কলকাতা: পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের নতুন আলোচনার কেন্দ্রবিন্দু বিজেপি নেতা অর্জুন সিং। সম্প্রতি ঘোষিত ভোটার তালিকার নিবিড় সংশোধন বা SIR নিয়ে তিনি এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তাঁর দাবি, “SIR ঘোষণার পর থেকেই গোটা বাংলাজুড়ে বাজি ফাটাতে শুরু করেছে মানুষ।

Advertisements

তিনি বলেন এই ঘটনা প্রমাণ করে, বাংলার সাধারণ মানুষ বুঝে গেছেন যে বাংলায় এবার পরিবর্তন আসতে চলেছে।” তিনি আরও বলেন এই পরিবর্তন রাজ্যের অর্থনীতি ও কর্মসংস্থানে এক নতুন দিগন্ত খুলে দেবে।”

   

ভোটার তালিকা সংশোধনে কোন নথি প্রয়োজন? ইসি প্রকাশ করল সম্পূর্ণ তালিকা

অর্জুন সিংয়ের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। একদিকে বিজেপি শিবির দাবি করছে, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত রাজ্যে তৃণমূলকে সরিয়ে বিজেপিকে নিয়ে আসতে বড় ভূমিকা নেবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই মন্তব্যকে ‘রাজনৈতিক নাটক’ বলে কটাক্ষ করেছে। অর্জুন সিং আরও বলেন, “যখন কেন্দ্র বাংলার উন্নতির জন্য একটি বড় পদক্ষেপ নেয়, তখন তৃণমূল তার বিরোধিতা করে।

কিন্তু এবার মানুষ নিজেরাই দেখাচ্ছে, তারা কাদের পাশে।” তিনি দাবি করেন, SIR ঘোষণার পর থেকে হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং বর্ধমানসহ একাধিক জেলায় লোকজন আনন্দে বাজি ফাটিয়ে উদযাপন করছে কারণ তারা জানে এবার নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত।
তিনি আরও বলেন, “এই উদযাপন প্রমাণ করছে যে বাংলার মানুষ উন্নয়ন চায়, কর্মসংস্থান চায়, এবং কেন্দ্রের নীতিতে তাদের আস্থা আছে। এটা কেবল একটি ঘোষণাই নয়, বাংলার ভবিষ্যতের নতুন অধ্যায়।”

Advertisements

রাজনৈতিক মহলের একাংশের মতে SIR ঘোষণাকে ঘিরে বিজেপি হাইপ তৈরী করার চেষ্টা করছে। কিন্তু নির্বাচন এখনও দেরি আছে এবং নির্বাচনের ফলাফল SIR এর উপর নির্ভর করে না। অর্জুনের মন্তব্যে রাজনৈতিক মহল আরও বলেছেন যে SIR কে কেন্দ্র করে অনেক জল ঘোলা হয়েছে।

কিন্তু বিজেপির মনে রাখা উচিত SIR হয়ে আর ভোটে যেটা এক কথা নয়। বাজি ফাটানো হোক বা না হোক, এই ঘোষণা নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন মোড় আনতে পারে বলে তারা মনে করেছেন।

তবে তৃণমূল স্পষ্ট ভাষায় অর্জুনের সমলোচনা করেছে। তারা বলেছে অর্জুন সিংয়ের মত সুবিধাবাদী এবং দল বদলু নেতাদের কথার কোনো দাম নেই। তৃণমূল থেকে টিকিট না পেয়ে বিজেপিতে গিয়ে কেউ যদি মনে করে তার কুকীর্তি ঢাকবে তবে তৃণমূল তা হতে দেবে না।

আবার অনেকে বলেছেন অর্জুন দিনের বেলায় স্বপ্ন দেখছেন। SIR এর উপর হাজির নির্ভর করবে না। বাংলার মানুষ বিজেপিকে ভরসা করে না। তারা আরও বলেছে যে মমতা বন্দোপাধ্যায় ছাড়া মুখ্যমন্ত্রীর মুখ কে আছে পশ্চিম বঙ্গে যে তাকে দেখে মানুষ ভোট দেবে।