HomeBharatPoliticsআরামবাগে SIR সামলাচ্ছে আই প্যাক ! বিস্ফোরক বিজেপি

আরামবাগে SIR সামলাচ্ছে আই প্যাক ! বিস্ফোরক বিজেপি

- Advertisement -

আরামবাগ, ২৭ নভেম্বর: SIR আবহে আরামবাগে ফের ছড়াল চাঞ্চল্য। আরামবাগে নির্বাচন কমিশনের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ তুলে আবারও বিতর্ক উস্কে দিল বিজেপি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ভিডিও এবং স্থানীয় বিজেপি নেতাদের অভিযোগে উঠে এসেছে আরামবাগ বিডিও অফিসে নাকি ভোট সংশ্লিষ্ট অত্যন্ত সংবেদনশীল নথি, বিশেষ করে ভোটার তালিকার বিশেষ সংশোধন সামলাচ্ছিলেন বাইরের লোক, অস্থায়ী কর্মী এমনকি কিশোর-যুবকেরাও। বিজেপির অভিযোগ অনুযায়ী এই কিশোর কিশোরীরা আই প্যাকের কর্মী।

নির্বাচন কমিশনের নির্দেশ স্পষ্ট এই ধরনের তথ্য শুধুমাত্র সরকার অনুমোদিত কর্মী ছাড়া কেউ স্পর্শও করতে পারবেন না। কিন্তু আরামবাগে দেখা গেল উলটো ছবি। ঘটনাস্থলে থাকা সাংবাদিকদের দাবি, তাঁরা যখন মোবাইল ক্যামেরা তুলতেই অফিসের ভিতরে উপস্থিত বেশ কয়েকজন যুবক ও যুবতী তড়িঘড়ি মুখ লুকিয়ে বেঞ্চের নিচে নেমে পড়েন। ঠিক সেই সময় বিডিও নিজে নাকি তাঁদের ঢেকে দিতে এগিয়ে যান।

   

Ducati Streetfighter V2 ও V2 S ভারতে লঞ্চ হল, মিলবে নতুন ইঞ্জিন, হালকা চ্যাসিস

এ দৃশ্যে শুধু সাধারণ মানুষের নয়, প্রশাসনিক মহলেও তীব্র প্রশ্ন তুলেছে। কী কারণে বেআইনি ভাবে এত সংবেদনশীল তথ্য BLO ছাড়া বাইরের লোকেরা নিয়ন্ত্রণ করছে। স্থানীয় সূত্রের দাবি, ওই কিশোর-যুবকদের কেউ কেউ IPAC-এর কর্মী বা ফিল্ড অ্যাসিস্ট্যান্ট। তবে এই অভিযোগ এখনও সরকারি ভাবে নিশ্চিত নয়। বিডিও অফিসের তরফে অভিযোগ অস্বীকার করা হলেও প্রশ্ন উঠছে যদি তাঁরা সরকারি কর্মী হন, তাহলে তাঁদের নাম প্রকাশ করা হলো না কেন? প্রেসকে দেখে মুখ কেন ঢাকতে গেলেন তাঁরা?

আরামবাগ লোকসভা আসন অতীতে দু’বার অল্প ব্যবধানে বিজেপির কাছে হাতছাড়া হয়েছে। সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে চারটিতেই বিজেপি এখন শাসক দল। ফলে এটি পশ্চিমবঙ্গের এমন একটি অঞ্চল, যেখানে শাসক দল তৃণমূল কংগ্রেস বহুবার সংগঠনগত দুর্বলতার মুখে পড়েছে। এই পরিপ্রেক্ষিতে বেআইনি ভাবে ভোট-সম্পর্কিত তথ্য ব্যবহারের অভিযোগ আরও চাঞ্চল্য সৃষ্টি করেছে।

প্রশাসনিক মহলের একটি অংশের দাবি, এই অভিযোগ প্রাথমিক ভাবে সত্য হলে তা Representation of the People Act এবং নির্বাচন কমিশনের অপারেশনাল প্রটোকলের একাধিক ধারা লঙ্ঘন করতে পারে। ঘটনাস্থলে থাকা সাংবাদিকদের উপস্থিত বুদ্ধিতে এই ভিডিওগুলি সামনে এসেছে। তাঁরা জানান “অফিসে ঢুকতেই আমরা দেখি একদল অচেনা যুবক SIR ফর্ম সাজাচ্ছে। ছবি তুলতেই সবাই মুখ ঢাকছে। কেন তারা সরকারি কাজে ছিল, সেটাই বড় প্রশ্ন।”

ঘটনাটি সামনে আসার পর বড় প্রশ্নসমূহ কে অনুমতি দিল বাইরের লোককে নির্বাচন সংক্রান্ত নথি ছোঁয়ার? SIR ডেটা বাইরে গিয়েছে কি?তা কি নির্বাচনী ম্যানিপুলেশনে কাজে লাগতে পারে? কেন এত গোপনীয়তা? কারণবশত মুখ লুকিয়ে ফেললেন কারা? রাজনৈতিক উত্তাপের মাঝেই আরামবাগের এই ঘটনা পরিণত হয়েছে নতুন এক নির্বাচনী বিতর্কে। এখন নজর নির্বাচন কমিশনের দিকে তারা কী ব্যবস্থা নেয় এবং কত দ্রুত।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular