‘মমতা সংবিধানের উপরে!’ বিস্ফোরক অমিত শাহ

amit-shah-slams-mamata-banerjee-over-sir-controversy-2025

কলকাতা: বঙ্গে SIR নিয়ে জলঘোলা চলছেই। এদিকে নির্বাচন কমিশন স্পষ্ট করে ঘোষণা করে দিয়েছে যেন তেন প্রকারেন চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে ভোটার তালিকার নিবিড় সংশোধন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই সরকারকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। তিনি বলেছিলেন মমতা বন্দোপাধ্যায় SIR নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।

Advertisements

শনিবার বিহার সমাগমের মঞ্চে বসে স্বরাষ্ট্রমন্ত্রী অমির শাহ সরাসরি মমতা বন্দোপাধ্যায়কে নিশানা করেছেন। তিনি বলেছেন মমতা প্রত্যক্ষ ভাবে অবৈধ অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছেন। তিনি ব্যাঙ্গের সুরে বলেছেন স্বয়ং প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীও সংবিধানের উর্ধে নন। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী সংবিধানের উপরে। তিনি আরও বলেন বিহারে ভোটার তালিকার সংশোধন হয়েছে, ঠিক একই ভাবে বাংলাতেও ভোটার তালিকার নিবিড় সংশোধন হবে।

RSS-কে নিষিদ্ধ করা নিয়ে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির ‘বড় বয়ান’

এই বক্তব্যের সঙ্গে তিনি যোগ করেন নির্বাচন কমিশন যদি ভোটার তালিকার সংশোধন করে অবৈধ অনুপ্রবেশকারীদের দেশ থেকে বের করে দিতে চায় তবে বাংলার মুখ্যমন্ত্রীর তাতে কি আপত্তি। SIR এর কথা শুনে মমতার ঝাল লেগেছে এমতাও শোনা গেছে স্বরাষ্ট্রমন্ত্রীর গলায়। এই বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেছেন অমিত শাহ ভিত্তিহীন কথা প্রচার করছেন জনসমক্ষে। SIR নিয়ে কোনোরকম বিভ্রান্তি ছড়ানো হয়নি বাংলায়।

Advertisements

তার সঙ্গে তিনি যোগ করেন অমিত শাহ এত জোর গলায় কি করে কথা বলেন কর্ণাটক, মহারাষ্ট্রে ভোট চুরির যে অপবাদ তাদের উপরে লেগে আছে আগে তা মুছুক বিজেপি। বিজেপি যদি ধোয়া তুলসী পাতা হত তাহলে সবজায়গায় একটাই রব উঠতো না ‘ভোট চোর গদি ছোড়।’ শুধু তৃণমূল নয় অমিত শাহের এই বক্তব্যের সমর্থনে দাঁড়িয়েছে বঙ্গ বিজেপিও।

তারা স্পষ্ট ভাষায় বাংলার সরকারকে আক্রমণ করে বলেছে তৃণমূলের যদি ভোটার তালিকার সংশোধনে আপত্তি না থাকে তবে বার বার কেন্দ্রের চিঠি দেওয়া সত্ত্বেও কেন তারা সীমান্ত এলাকায় বেড়া দেওয়ার জমি অধিগ্রহণ করছে না, শুধুমাত্র অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান দেওয়ার জন্য?