মালদহ: সম্প্রতি রাজনৈতিক মহলে নয়া ফর্মে উপস্থিত AIMIM (AIMIM women allowance)। আসাদুদ্দিন ওআইসির নেতৃত্বাধীন হায়দ্রাবাদ কেন্দ্রিক এই দল এখন দাঁত বসাতে চাইছে বাংলাতেও। বিহারের নির্বাচনে ৫ টি আসনে জয় পেয়ে ভালো জায়গায় থাকা AIMIM এর লক্ষ্য এখন বাংলার মসনদ। বিশেষত মালদা মুর্শিদাবাদ জুড়ে ক্রমশ দলে ভারী হচ্ছে AIMIM। বাংলায় ক্ষমতায় এলে মাসে ১৫০০০ টাকা করে দেওয়া হবে এমনটাও জানিয়েছেন মালদা জেলা AIMIM পার্টির জেলা সভাপতি রেজাউল করিম।
শুক্রবার মালদহের কালিয়াচক ১ ব্লক থেকে প্রায় ৪০ জন মহিলা পরিবার AIMIM এ যোগ দিয়েছেন। রেজাউল করিম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন AIMIM এ যোগদান করা মহিলারা জানিয়েছেন যে দীর্ঘ ১৫ বছরের তৃণমূল জমানায় তৃণমূল মুসলিম পরিবারের সঙ্গে শুধুই অবিচার করেছেন। শিক্ষা, স্বাস্থ্য সর্ব ক্ষেত্রেই মুসলিমরা শুধুই বঞ্চনার শিকার হয়েছেন। AIMIM এ যোগ দেওয়া এই মহিলাদের অভিযোগ তৃণমূল লক্ষ্মী ভাণ্ডারে ১০০০ টাকা করে দেয়।
বাংলাদেশ: তারেক রহমানের ‘প্ল্যান’! হিন্দুদের নিরাপত্তা ও ভারতের জন্য কী বার্তা?
যা দিয়ে কিছুই হয়না। বাজার দর বেড়েছে তার সঙ্গে বেড়েছে পেট্রোলের দাম। তাই এবার মালদহ মুর্শিদাবাদে তৃণমূল কে নিশ্চিহ্ন করতেই বদ্ধ পরিকর AIMIM।রেজাউল বলেন এতদিন লক্ষীর ভান্ডারের লোভ দেখিয়ে তৃণমূল তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করেছে। কিন্তু এবার মালদহ মুর্শিদাবাদের মানুষ বুঝে গিয়েছে যে দীর্ঘ ১৫ বছর তৃণমূল যে তঞ্চকতা করেছে তার শেষ হওয়া প্রয়োজন।
তাই তৃণমূলের ভাতা আশ্রয় ছেড়ে মানুষ AIMIM এর সঙ্গে যোগ দিচ্ছেন। এই প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ হুমায়ুন কবিরের অবস্থান। যিনি তার নতুন দল জনতা উন্নয়ন পার্টি নিয়ে বাংলার রাজনৈতিক মহলে দাঁত ফোটাতে চাইছেন। তিনিও তার একাধিক বক্তব্যে বলেছেন যে নতুন দল গড়ে তিনি AIMIM এর সঙ্গে জোট বাঁধতে পারেন। সুতরাং মুসলিম অধ্যুষিত এলাকায় AIMIM এবং হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টির জোট হলে সেখানে মুসলিম ভোটব্যাঙ্ক চলে যেতে পারে জোটের হাতে এমন সম্ভাবনাও জিইয়ে রেখেছেন হুমায়ুন।
সাম্প্রতিক একাধিক রাজনৈতিক মন্তব্যে হুমায়ুন বলেছেন মুসলিম অধ্যুষিত এলাকাতে তৃণমূল বার বার সুবিধা নিয়েছে এবং ভোট ফুরিয়ে গেলেই মুসলিমদের বঞ্চনার শিকার হতে হয়েছে। তাই আসন্ন বিধানসভা নির্বাচনের আগে হুমায়ুন মুসলিম শক্তি বৃদ্ধিতে AIMIM এর সঙ্গে যোগ দেবেন কিনা তা সময়ই বলবে।



