১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর ফের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । সোমবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি দাবি করেন, এই রায় “বহিরাগত বাংলা-বিরোধী জমিদারদের” পরাজয় এবং বাংলার মানুষের ঐতিহাসিক জয়। তাঁর বক্তব্য, এই রায় প্রমাণ করল— দিল্লির অন্যায় ও রাজনৈতিক প্রতিহিংসার কাছে মাথা নত করেনি বাংলা।
সুপ্রিম কোর্টে ১০০ দিনের কাজ (মনরেগা) প্রকল্পে কেন্দ্রের তহবিল আটকে রাখার বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছিল। রাজ্য সরকার বারবার অভিযোগ জানিয়েছিল যে, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই কেন্দ্র বাংলার প্রকল্পগুলির অর্থ আটকে রেখেছে, যার ফলে লক্ষাধিক শ্রমিক তাঁদের প্রাপ্য মজুরি পাননি। অবশেষে দেশের সর্বোচ্চ আদালত সেই অভিযোগের পক্ষে পর্যবেক্ষণ দেওয়ায় রাজনৈতিকভাবে কেন্দ্রের জন্য এটি বড় ধাক্কা বলে মনে করছে রাজ্য প্রশাসন ও তৃণমূল নেতৃত্ব।
অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর পোস্টে লেখেন,“এই ঐতিহাসিক জয় বাংলার মানুষের। যাঁরা দিল্লির ঔদ্ধত্য এবং অন্যায়ের কাছে মাথা নত করেননি, তাঁদেরই এই বিজয়। এটি প্রমাণ করে দিল, মাটি ও মানুষের শক্তিকে কখনও দমন করা যায় না।” তিনি আরও বলেন, বিজেপি রাজনৈতিক ভাবে বাংলার মানুষের সমর্থন অর্জন করতে ব্যর্থ হয়েছে, তাই প্রশাসনিক ও আর্থিক পথে প্রতিশোধ নিচ্ছে কেন্দ্রীয় সরকার।


