বালি-পাথর, কয়লা-গরুর পর আস্ত ‘নদী চুরি’! তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু!

suvendu-adhikari-slams-tmc-over-toto-registration-west-bengal-2025

কলকাতা: বালি, পাথর, কয়লা থেকে গরু, রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের (TMC) গায়ে রয়েছে একাধিক ‘চুরির’ অভিযোগ। তবে এবার আস্ত একটা নদী চুরি করে বসে আছে তৃণমূলের ‘লোকজন’! সোমবার এক্সে এমনই বিস্ফোরক দাবী করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

Advertisements

উত্তর ২৪ পরগণার তেঁতুলিয়া ব্রিজের কাছে প্রশাসনের নাকের ডগায় গায়েব হয়ে গিয়েছে ইছামতীর পাড়! অবৈধভাবে নদীর পাশের জমি দখপ্ল করে তৈরি হয়েছে অসংখ্য ভেরি! যার জেরে সংকীর্ণ হয়ে গিয়েছে ইছামতী, কিছু কিছু জায়গায় স্তব্ধ জলস্রোত। বন্যার আগে ইছামতী নদী একটি টাইম বোমায় পরিণত হয়েছে। যখন বন্যা হবে, ডিভিসির ঘাড়েই দোষ চাপাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), বলে এক্সে তোপ দাগলেন শুভেন্দু।

   

https://x.com/SuvenduWB/status/1982736750847086625

এদিন তিনি লেখেন, “বছরের পর বছর ধরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের গুন্ডারা আমাদের রাজ্যকে চোরদের মুক্তাঞ্চলে পরিণত করেছে। যোগ্যদের চাকরি কেড়ে নেওয়া, দরিদ্রদের রেশন কেড়ে নেওয়া, বালি, পাথর এবং কয়লা লুট করে কালো টাকার পাহাড় তৈরি করেছে তৃণমূল!” তিনি আরও বলেন, “ইচ্ছামত গবাদি পশুও পাচার করা হয়েছে। এখন তাঁরা এতটাই নীচে নেমে গিয়েছে, যা সিন্ডিকেটও ভাবতে পারেনি! তৃণমূলের লোকেরা আমাদের নদী চুরি করেছে!”

Advertisements

বাদুরিয়া পঞ্চায়েত সমিতির দু-বারের ‘ভূমি কর্মধক্ষ্য’ সম্বরন মিস্ত্রী ওরফে বাবুসোনাই এই কাজের ‘মাস্টার মাইন্ড’, বলে অভিযোগ তোলেন শুভেন্দু (Suvendu Adhikari)। শুধু তাই নয়, বাবুসোনা বাদুড়িয়া নর্থ ব্লকের যুব তৃণমূল সভাপতি, যিনি স্থানীয় বিএলআরও-এর দুর্নীতির সাথে জড়িত, তিনিই এই ‘নদী চুরি’ চক্রের নেতৃত্ব দিচ্ছেন, বলে দাবী করেন বিজেপি নেতা।

শুভেন্দু বলেন, “বাদুড়িয়ার ভূমি অফিসের প্রতিটি অলীক লেনদেন বাবুসোনার অঙ্গুলিলেহনেই চলে। বিধায়কের সমর্থনের কারণে তিনি নির্ভয়ে, নির্দ্বিধায় লুটপাটের চক্র চালাচ্ছেন”। ‘তৃণমূল (TMC) কোনও রাজনৈতিক দল নয়, বরং অপরাধের চক্র’, বলে উল্লেখ করেন শুভেন্দু। তবে শুভেন্দুর এই অভিযোগে এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি শাসকদল তৃণমূল কংগ্রেস।