হুগলি: নরেন্দ্র মোদীর সভার পরেই কি সিঙ্গুরে পাল্টা কর্মসূচি নিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ? প্রশাসনিক ও রাজনৈতিক মহলে এই প্রশ্ন ঘিরেই এখন জোর জল্পনা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৮ জানুয়ারি সিঙ্গুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) । সেখানে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক সভা করার পাশাপাশি রাজ্য সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা করতে পারেন তিনি।
সূত্রের খবর, সিঙ্গুরের সভা থেকে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) রাজ্যের আবাসন প্রকল্প ‘বাংলার বাড়ি’ নিয়ে বড় ঘোষণা করতে চলেছেন। এই প্রকল্পের আওতায় আরও ১৬ লক্ষ মানুষকে পাকাবাড়ি করে দেওয়ার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। সেই ১৬ লক্ষ পরিবারকে বাড়ি তৈরির জন্য সরাসরি আর্থিক সাহায্য দেওয়া হবে বলে প্রশাসনিক মহলে জানা যাচ্ছে। এর আগেও কেন্দ্রীয় সরকারের আবাসন প্রকল্পে রাজ্যের প্রাপ্য টাকা না পাওয়ার অভিযোগ তুলে নিজের উদ্যোগে ‘বাংলার বাড়ি’ প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী(Mamata Banerjee) । সেই প্রকল্পে ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ উপকার পেয়েছেন। এবার আরও বড় পরিসরে সেই কর্মসূচি সম্প্রসারণের পথে হাঁটছে রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রের দাবি, কেন্দ্রের বঞ্চনার অভিযোগের প্রেক্ষিতেই রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে এই বিপুল অর্থ ব্যয় করে মানুষের মাথার উপর স্থায়ী ছাদের ব্যবস্থা করতে চাইছে।
সিঙ্গুরকে এই ঘোষণার জন্য বেছে নেওয়াও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একসময় শিল্প ও কৃষি জমি বিতর্কে উত্তাল থাকা সিঙ্গুর আজও(Mamata Banerjee) রাজ্যের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ প্রতীক। মোদীর সভার পরপরই সেখানে মুখ্যমন্ত্রীর উপস্থিতি ও উন্নয়নমূলক ঘোষণা কেন্দ্র-রাজ্য রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বাড়তি তাৎপর্য পাচ্ছে।
