Aam Aadmi Party: জেলে কেজরিওয়াল, দুর্নীতির অভিযোগ তুলে আপ ছাড়লেন দিল্লির মন্ত্রী

AAP Leader Raaj Kumar Anand

মন্ত্রিত্ব এবং দল ছাড়লেন দিল্লির আপ নেতা (Aam Aadmi Party) রাজ কুমার আনন্দ। একই সঙ্গে দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তুলেছেন তিনি। নাম না করে দিল্লির আফগারি দুর্নীতি এবং আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার গ্রেফতারির দিকে আঙুল তুলেছেন আনন্দ। যদিও আপের দাবি, বিজেপির ভয়েই রাজ আপ থেকে পদত্যাগ করেছে।

Advertisements

আনন্দের দলত্যাগের ঘোষণার কিছুক্ষণের মধ্যে আপ নেতা সৌরভ ভরদ্বাজ সাংবাদিক বৈঠকে বলেন, বিজেপির চাপেই দলত্যাগ করেছেন দিল্লির মন্ত্রী রাজ কুমার আনন্দ। যদি আনন্দ দলত্যাগের ক্ষেত্রে এমন কোনও কারণ সামনে আনেননি। বিজেপির তরফে আপ নেতার দলত্যাগের বিষয়ে কী প্রতিক্রিয়া দেওয়া হয়, আপাতত সেই দিকেই তাকিয়ে রাজধানীর রাজনৈতিক মহল।

   

দিল্লির সমাজকল্যাণ, তফশিলি জাতি ও উপজাতি মন্ত্রী আনন্দ বলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে বড়সড় বার্তা দিয়েছিল আম আদমি পার্টি। সেই আদর্শে অনুপ্রাণিত হয়েই আমি দলে যোগদান করেছিলাম। কিন্তু এখন দেখতে পাচ্ছি গোটা দলটা দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। দুর্নীতিতে নিমোজ্জিত দলের একটা বড় অংশ। তাই বাধ্য হয়ে আমি দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

Advertisements

দিল্লির পটেলনগরের বিধায়ক আনন্দ বলেন, ‘আম আদমি পার্টিতে কোনও দলিত বিধায়ক বা কাউন্সিলর নেই। দলিত নেতাদের নেতৃত্বের উচ্চপদেও নিয়োগ দেওয়া হয় না। আমি বাবা সাহেব আম্বেদকরের নীতি অনুসরণ করি। দলিতদের জন্য কাজ করতে না পারলে দলে থাকার কোনও মানে হয় না।’ প্রসঙ্গত, ২০২৩ সালের নভেম্বরে আর্থিক তছরুপের একটি মামলায় আনন্দের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি।