কেন্দ্রীয় মন্ত্রিত্বে বঞ্চনা! মোদীকে উচিত ‘শিক্ষা’ দিলেন চন্দ্রবাবু নাইডু

একেই বলে ইটের (BJP) বদলা পাটকেল! কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠনের সময় চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি, নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড সহ অন্যান্য শরিকদের রীতিমতো মতো…

1-bjp-mla-sworn-as-cabinet-minister-in-andhra-pradesh

একেই বলে ইটের (BJP) বদলা পাটকেল! কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠনের সময় চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি, নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড সহ অন্যান্য শরিকদের রীতিমতো মতো বঞ্চনা করেছে বিজেপি। গুরুত্বহীন মন্ত্রকই মূলত শরিকদের হাতে দিয়েছে এনডিএর সবচেয়ে বড় দল বিজেপি। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছে একাধিক শরিকদল। এবার বিজেপিকে যোগ্য জবাব দিলেন চন্দ্রবাবু নাইডু।

আজ, বুধবার অন্ধ্র প্রদেশের নতুন সরকারের শপথ গ্রহণ ছিল। মুখ্যমন্ত্রী পদে শপথ নেন তেলুগু দেশম পার্টির প্রধান নাইডু। একই সঙ্গে গোটা মন্ত্রিসভাও শপথ নেয়। তেলুগু দেশম পার্টির ২১ জন বিধায়ক, জনসেনা ৩ জন বিধায়ক ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নেন। বিজেপিকে মাত্র একটি ক্যাবিনেট মন্ত্রক দিয়েছেন নাইডু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

   

১৭৫ আসন বিশিষ্ট অন্ধ্র প্রদেশ বিধানসভার নির্বাচনে এবার ১৩৫টি আসনে জিতেছে তেলুগু দেশম পার্টি। তাদের জোটসঙ্গী জনসেনা পার্টি ২১টি এবং ভারতীয় জনতা পার্টি ৮টি আসনে জিতেছে। অন্যদিকে বিরোধী ওয়াইএসআর কংগ্রেস মাত্র ১১টি আসনে জয় পেয়েছে।

তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন ৩ বিজেপি সাংসদ! শীঘ্রই বিরাট চমক, দাবি তৃণমূল সাংসদের

মন্ত্রিত্ব বণ্টনের জন্য এক বিশেষ নীতি নেন চন্দ্রবাবু নাইডু। ৭ বিধায়ক পিছু একজন করে ক্যাবিনেট মন্ত্রী দেওয়ার সিদ্ধান্ত নেন। সেই হিসেবে জনসেনা পার্টি পেয়েছে ৩টি মন্ত্রিত্ব। আর ‘সবচেয়ে ছোট শরিক’ বিজেপির কপালে জুটেছে মাত্র একটি মন্ত্রিত্ব। অন্যদিকে চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টির ২১ জন বিধায়ক আজ ক্যাবিনেট মন্ত্রী পদে শপথ নেন।

রাজনৈতিক মহলের বক্তব্য, এনডিএ সরকার গঠনের চাবিকাঠি ছিল চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টির হাতে। নাইডুর দলের ১৬ জন সাংসদ সরকার গঠনে সমর্থন জানালেও মাত্র একটি ক্যাবিনেট মন্ত্রক পেয়েছে টিডিপি। কয়েকটি প্রতিমন্ত্রী অবশ্য পেয়েছে তারা। এদিকে স্পিকার পদের জন্য চন্দ্রবাবু নাইডুর দল ঝাঁপালেও তাতে খুব একটি উৎসাহ দেখায়নি বিজেপি।

মোদী ৩.০ মন্ত্রিসভার ২৮ মন্ত্রীর বিরুদ্ধেই ফৌজদারি মামলা! বাংলার ২ জনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ

সব মিলিয়ে বিজেপির ওপর ক্ষুব্ধই ছিলেন নাইডু। দিল্লির বদলা নাইডু নিলেন অন্ধ্র প্রদেশে। অনেকেই বলছেন, কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠনের কয়েক দিনের মধ্যেই নিজের রাজ্যে বিজেপির ওপর ‘বদলা’ নিয়ে নিলেন নাইডু। মাত্র একটি ক্যাবিনেট মন্ত্রী দিয়ে বিজেপিকে আসলে কড়া বার্তাই দিতে চাইলেন তেলুগু দেশম পার্টির প্রধান তথা অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী নারা চন্দ্রবাবু নাইডু।