নয়াদিল্লি: প্রধানমন্ত্রীর মা হীরা বেন মারা যান ২০২২ সালে। সেইসময় তাঁর ভাই পঙ্কজ মোদী বেনারসে গিয়ে মায়ের অইন্ডদানের কাজ সম্পন্ন করেন। এবার বিহারের নির্বাচনের আগে ১৭ সেপ্টেম্বর নিজের জন্মদিনের দিন গয়ায় গিয়ে মায়ের নামে পিন্ডদান করতে চলেছেন নরেন্দ্র মোদী। এই নিয়ে সরাসরি মুখ না খুললেও সোশ্যাল মিডিয়ায় খোঁচা মেরেছে আরজেডি, কংগ্রেস।
এদিকে মঙ্গলবার সপরিবারে গঙ্গায় পিন্ডদান করেন আরজেডি সুপ্রিমো লালু এবং পুত্র তেজস্বী যাদব। কিন্তু পূর্বপুরুষদের উদ্দেশ্যে হিন্দুদের এই রীতি কি ভোটের আগে শাসক-বিরোধী উভয়েরই নীচু-স্তরের রাজনীতি করছে? এই নিয়ে উঠছে প্রশ্ন।
পিন্ড দান কি?
পূর্বপুরুষের স্মরণে হিন্দু ধর্মাবলম্বীরা পিন্ডদান করে থাকেন। গৌড় পুরাণ মোটে, পিন্ডদান করলে পূর্বপুরুষের আত্মারা শান্তি পায়। পুরোহিতের মন্ত্রপাঠের সঙ্গে ভাতের দলা বানিয়ে পিতৃপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করা হয়। এই রীতি পালনের জন্য গয়া উল্লেখযোগ্য। গয়ার বিষ্ণুপদ মন্দিরে লক্ষাধিক সংখ্যায় মানুষ পিন্ডদান করে থাকেন।
পিন্ডদান বিতর্ক
আগামী ১৭ সেপ্টেম্বর নিজের জন্মদিনে প্রধানমন্ত্রী গয়ায় মায়ের নামে পিন্ডদান করবেন, সেই নিয়ে কটাক্ষ শুরু করেছে কংগ্রেস। তাদের বক্তব্য, ২০২২ সালে যখন পঙ্কজ মোদী বেনারসে মায়ের পিন্ডদানের কাজ সম্পন্ন করছিলেন, নরেন্দ্র মোদী তখন কর্ণাটকের বিধানসভা নির্বাচনের প্রচারে বেঙ্গালুরুতে ছিলেন।
এতদিনে নিজের লোকসভা কেন্দ্র বেনারস বা আদি বাড়ি ভাটনগরেই তো পিন্ডদান করতে পারতেন নরেন্দ্র মোদী। কিন্তু নির্বাচনের আগে মানুষের সহানুভূতি, আবেগ কুড়োতে মায়ের পিন্ডদানের মোট সংবেদনশীল বিষয়কেও রাজনীতির জন্য ব্যবহারভ করছেন মোদী বলে তোপ দেগেছে কংগ্রেস।
অন্যদিকে, মঙ্গলবার গয়ায় স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী, পুত্র তেজস্বী এবং পুত্রবধূ রাজশ্রীকে নিয়ে গয়ায় পিন্ডদান করেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব। এই নিয়ে কটাক্ষ করেন জেডিইউ নেতা নীরজ কুমার। দুর্নীতি এবং স্বজনপোষণের রাজনীতি করে যে পাপ করেছেন লালু প্রসাদ, সেই পাপের কবে পিন্ডদান করবেন বলে কটাক্ষ করেন জেডিইউ নেতা।