স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কেন পিছনের সারিতে বসানো হল রাহুলকে? জবাব দিল কেন্দ্র

ফের একবার বিতর্কে জড়ালেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। আজ স্বাধীনতা দিবসে বৃহস্পতিবার ১১তম বারের জন্য লালকেল্লায় ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয়…

ফের একবার বিতর্কে জড়ালেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। আজ স্বাধীনতা দিবসে বৃহস্পতিবার ১১তম বারের জন্য লালকেল্লায় ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী ভারতীয় হকি দলকেও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে এবার সিটিং ব্যবস্থা নিয়েই রীতিমতো কেন্দ্রের প্রতি নিজের ক্ষোভ উগড়ে দিলেন রাহুল গান্ধী।

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের পরেই রাহুল গান্ধীর বসার ব্যবস্থা নিয়ে বিতর্ক তৈরি হয়। আসলে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী পিছনের সারিতে বসেছিলেন, যা নিয়ে আপত্তি তুলেছেন কংগ্রেস নেতারা।

   

কংগ্রেসের রাজ্যসভার সাংসদ বিবেক তনখা বলেন, “প্রতিরক্ষা মন্ত্রক কেন এত খারাপ আচরণ করছে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী চতুর্থ সারিতে বসেছিলেন। বিরোধী দলনেতার পদটি যে কোনও কেন্দ্রীয় মন্ত্রীর চেয়ে বেশি। লোকসভায় তিনি প্রধানমন্ত্রীর পরেই আসেন। রাজনাথ সিং আপনি কীভাবে প্রতিরক্ষা মন্ত্রককে জাতীয় অনুষ্ঠানের রাজনীতিকরণ করার অনুমতি দিতে পারেন। আপনার থেকে এটা আশা করিনি আমরা। “

যদিও এই বিষয়ে এবার পাল্টা মন্তব্য করল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকও। কংগ্রেসকে এক কথায় সপাটে জবাব দিল মন্ত্রক বলে মনে করছে বিশিষ্ট মহল। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, হকি খেলোয়াড়দের জন্য প্রথম সারিটি বরাদ্দ থাকায় পিছনে বসতে হয়েছে রাহুল গান্ধীকে। রাহুল গান্ধীর পেছনে আরও দুটি লাইন ছিল, তাতে কয়েকজন অতিথি বসেছিলেন।