দলিত বলেই কি প্রোটেম স্পিকার নন সুরেশ? তুঙ্গে তরজা

স্পিকার পদ নিয়ে শাসক-বিরোধী তরজা তুঙ্গে। এরমধ্যে এবার প্রোটেম স্পিকারকে নির্বাচিত করা নিয়ে ফের তরজায় জড়াল শাসক-বিরোধী জোট। বিরোধীদের পছন্দের প্রার্থী কে সুরেশ দলিত হওয়ার…

স্পিকার পদ নিয়ে শাসক-বিরোধী তরজা তুঙ্গে। এরমধ্যে এবার প্রোটেম স্পিকারকে নির্বাচিত করা নিয়ে ফের তরজায় জড়াল শাসক-বিরোধী জোট। বিরোধীদের পছন্দের প্রার্থী কে সুরেশ দলিত হওয়ার জন্যই তাঁকে স্পিকার পদে দেখতে চায় না মোদী সরকার। এমন অভিযোগ তুলে সরব হয়েছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি। কেরলের কংগ্রেসের সাংসদ কে সুরেশ। কেরলের দলিত সম্প্রদায় থেকে প্রতিনিধিত্ব করেন তিনি। এবার নবগঠিত লোকসভায় কে সুরেশকেই প্রোটেম স্পিকার পদে চেয়েছিল বিরোধীরা। কিন্তু তাঁর পরিবর্তে প্রোটেম স্পিকার পদে বসেন ওড়িশার বিজেপি নেতা ভর্তৃহরি মহতাব। তাই মোদী সরকার চায় না কোনও দলিত প্রোটেম স্পিকার পদে বসুক। এই মর্মেই বিরোধিতার সুর চড়িয়েছে কংগ্রেস। পাশাপাশি এই ইস্যুতে কংগ্রেস পাশে পেয়েছে সিপিএমকেও। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, কেন্দ্র চায় না কোনও দলিত ব্যক্তি সংসদের উচ্চ স্তরে বসুক। এমনকি প্রোটেম স্পিকার পদটিও তাঁরা বিরোধীদের দিতে রাজি নয়।

আবার, মোদী সরকারের সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ তুলে বলেন,” কংগ্রেস হেরে গেলেও মানতে পারছে না। তাই এখন প্রোটেম স্পিকার পদ নিয়ে হইচই করছে।” তবে প্রোটেম স্পিকার পদটি বিরোধীদের দেওয়া হবে কি না, তা নিয়ে বিরোধীদের সঙ্গে আলোচনার কোনও আভাস দেননি তিনি। সাধারনত সংবিধান অনুযায়ী, প্রোটেম স্পিকার পদটি বিরোধীদের জন্যই ছাড়া হয়। এমনকি সব থেকে বেশি বার নির্বাচিত সাংসদকে এই পদ টি দেওয়া হয় বলেও রীতি রয়েছে। সেই দিক থেকে সবথেকে ‘ফিট’ব্যক্তি ছিলেন কে সুরেশ। কিন্তু তাঁকে সাইড কাটিয়ে প্রোটেম স্পিকার পদে মনোনীত করা হয় ওড়িশার বিজেপি নেতা ভর্তৃহরি মহতাবকে। কিছুদিন আগে বিজু জনতা দল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন তিনি।

   

কংগ্রেস-সিপিএমের মতো সিপিআই নেতা ডি রাজাও মুখ খুলেছেন এই ইস্যুতে। তিনি বলেন, “বিজেপি কোনওভাবেই প্রোটেম স্পিকার পদে বিরোধীদের দেখতা চান না। “এর পাল্টা কিরেন রিজিজু বলেন,” ব্রিটিশ সংসদের ফাদার অফ দা হাউজ নিয়ম মেনে স্পিকার নির্বাচিত হয়েছেন। ভর্তৃহরি মহতাব টানা সাতবার সংসদ হয়েছেন তাই এই পদ তাঁর প্রাপ্য।”