মহারাষ্ট্রে নকশাল দমনে পুলিশের বড় সাফল্য, দুই নারী নিহত

Police Kill Two Female Naxals in Maharashtra’s Gadchiroli District

বুধবার সকালে মহারাষ্ট্রের গড়চিরোলি (Maharashtra’s Gadchiroli) জেলার এতাপল্লী তালুকার ঘন জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই মহিলা নকশাল নিহত হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, এদিন ভোরে সংঘর্ষের ঘটনাটি ঘটে গাটা জম্ভিয়া পুলিশ স্টেশনের অন্তর্গত মোদাসকে গ্রামের কাছে।

Advertisements

গড়চিরোলি পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পাওয়া যায় যে নকশাল সংগঠনের একটি কুখ্যাত দল ‘গাটা দলম’ ওই জঙ্গলে আস্তানা গেড়েছে। খবরটি নিশ্চিত হতেই অতিরিক্ত পুলিশ সুপার (আহেরি) সত্য সাই কার্তিকের তত্ত্বাবধানে একটি যৌথ অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেয় আহেরি থেকে পাঁচটি সি-৬০ (C-60) কম্যান্ডো ইউনিট। তাদের সঙ্গে যুক্ত ছিল গাটা জম্ভিয়া পুলিশ পোস্টের পুলিশ সদস্যরা এবং সিআরপিএফের ১৯১ ব্যাটালিয়নের ই কোম্পানির জওয়ানরা।

   

অভিযানকারী দলটি দ্রুত ওই এলাকাকে ঘিরে ফেলে এবং তল্লাশি শুরু করে। এ সময় নকশালরা নিরাপত্তা বাহিনীর ওপর নির্বিচারে গুলি চালায়। পাল্টা জবাবে সি-৬০ কম্যান্ডোরা গুলি চালায় এবং দু’পক্ষের মধ্যে তীব্র ও সংক্ষিপ্ত বন্দুকযুদ্ধ শুরু হয়। সংঘর্ষ থামার পর নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল থেকে দুই মহিলা নকশালের মৃতদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি একে-৪৭ রাইফেল, একটি অত্যাধুনিক পিস্তল, প্রচুর জীবন্ত গুলি, নকশালপন্থী সাহিত্য ও বিভিন্ন ব্যক্তিগত সামগ্রী। পুলিশের দাবি, এই উদ্ধার সামগ্রী প্রমাণ করে যে গাটা দলমের সদস্যরা সেখানে দীর্ঘ সময় ধরে অবস্থান করছিল।

Advertisements

গড়চিরোলির এই এলাকা বহুদিন ধরেই নকশাল কার্যকলাপের জন্য কুখ্যাত। বহুবার নিরাপত্তা বাহিনী এই অঞ্চলে অভিযান চালালেও নকশালরা স্থানীয় বনভূমি ও গ্রামীণ এলাকার সুযোগ নিয়ে লুকিয়ে থাকে। ফলে প্রত্যেকটি অভিযানই নিরাপত্তা বাহিনীর কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

উদ্ধার হওয়া নকশাল সাহিত্য ও অন্যান্য সামগ্রী এখন পুলিশের হাতে। নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, এগুলি বিশ্লেষণ করে নকশালদের ভবিষ্যৎ পরিকল্পনা ও সংগঠনের কাঠামো সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে।