ভোপাল: উজ্জয়ীনির শিপ্রা নদীতে তলিয়ে গেল পুলিশের গাড়ি। ঘটনায় মৃত্যু হল তিন পুলিশ কর্মীর। উনহেল থানার স্টেশন আধিকারিক অশোক শর্মা, সাব ইনস্পেকটর নিনামা এবং কনস্টেবল আরতি পালের ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে জানা গিয়েছে। গাড়ি চালাচ্ছিলেন আরতি পাল। এক নিখোঁজ বালিকার তল্লাশি অভিযানে নেমে দুর্ঘটনাটি ঘটে বলে পুলিশ সূত্রে খবর।
উজ্জয়ীনির পুলিশ সুপার প্রদীপ শর্মা জানিয়েছেন, আপাতত একজন পুলিশ (Police) কর্মীর দেহ উদ্ধার করা গিয়েছে। বাকিদের দেহ উদ্ধারে তল্লাশি অভিযান চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)। প্রদীপ শর্মা বলেন, “খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা উনহেল থানার স্টেশন ইনচার্জ সহ তিনজন পুলিশকর্মীকে হারালাম।”
তিনি আরও বলেন, “গতকাল এক ১৪ বছরের নাবালিকার নিখোঁজের খবর পেয়ে রাত ৮.৪৫ মিনিট নাগাদ চিন্তামানের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন পুলিশ কর্মীরা। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে শিপ্রা নদীর ব্রিজের নীচে পড়ে যায় গাড়িটি। সারারাত তল্লাশি চালিয়ে একজনের দেহ উদ্ধার করা গিয়েছে।”
পুলিশ (Police) সুপার আরও জানান, শিপ্রা নদীতে জলের গতিবেগ বেশি থাকায় তল্লাশি অভিযান চালানো মুশকিল হয়ে পড়ছে।” তিনি আরও বলেন, “প্রত্যক্ষদর্শী এবং অন ডিউটি পুলিশরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় গাড়ির কাঁচ বন্ধ ছিল। তবে তল্লাশি সম্পূর্ণ না হলে মোট কতজন পুলিশ গাড়িটিতে ছিলেন তা স্পষ্টভাবে বলা সম্ভব হচ্ছে না। রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীও (SDRF) উদ্ধারকাজে নেমেছে”।