বিজেপি রাজ্যে পুলিশকে বেধড়ক মারধোরের ঘটনায় বিস্ফোরক কুণাল

Despite Bihar Success, NDA Likely to Lag in Bengal: Explosive Kunal

কলকাতা: ডিজে সাউন্ড বক্স বন্ধ করতে বলায় পুলিশকে চড়, লাথি, ঘুষি! আইনশৃঙ্খলা নিয়ে কি কিছু বলবে বিজেপির ডবল ইঞ্জিন সরকার? শনিবার এক্সে ত্রিপুরার (Tripura) একটি কালী প্রতিমা বিসর্জনের ঘটনায় পুলিশের উপর বেধড়ক মারধোরের ভিডিও পোস্ট করে তোপ দেগেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।

Advertisements

ভিডিওতে দেখা যাচ্ছে দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ার ওরিয়েন্টাল ক্লাবে কালী প্রতিমা ভাসানের জন্য গাড়িতে মঞ্চ বেঁধে ডিজে গান বাজানো হচ্ছে। কুণাল লিখেছেন, “বিশাল শোভাযাত্রার জেরে তুমুল যানজট তৈরি হয়। পুলিশের তরফে ওই ওসি গিয়ে বিষয়টি নিয়ন্ত্রণের আবেদন জানান ক্লাব কর্মকর্তাদের কাছে। এর পাশাপাশি কম আওয়াজে সাউন্ড বক্স বাজানোর কথাও বলেন। তবে পুলিশকর্তার (Police) কথায় কর্ণপাত করেননি পুজো উদ্যোক্তারা। ফলে ওসি নিজেই ওই গাড়িতে উঠে সাউন্ড বক্স বন্ধ করে দেন।”

   

https://x.com/KunalGhoshAgain/status/1982002179897786544

এক্সের পোস্টে এরপর কুণাল লেখেন, “এরপরই তাঁকে টেনে নামানোর চেষ্টা করেন উত্তেজিত উদ্যোক্তাদের একটা বড় অংশ। ওই গাড়ি থেকে ওসিকে টেনে হিঁচড়ে রাস্তায় ফেলে চলতে থাকে কিল, চড়, লাথি, ঘুষি। এই ঘটনার পর ঘটনাস্থলে যায় বিশাল বাহিনী। তাদের সঙ্গেও বচসা শুরু করেন ক্লাব কর্মকর্তারা। পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকে।”

Advertisements

পুজো উদ্যোক্তাদের পাল্টা অভিযোগ, বিসর্জনের শোভাযাত্রায় এক সঙ্গীত শিল্পীকে হেনস্থা করেছেন ওসি। ঘটনায় পুজো উদ্যোক্তাদের ৩ জনকে গ্রেফতার কড়া হয়েছে বলে জানা গিয়েছে।

সাউন্ড বক্স বন্ধ করায় সম্প্রতি খুন হয়েছে এই রাজ্যে!

কালী পুজোয় সাউন্ড বক্স বন্ধ করায় বাড়িতে চড়াও হয়ে খুন করা হয় সোনারপুরের এক যুবককে। সনাতন নস্কর নামক ওই যুবক পাড়ার পুজোয় নিজের সাউন্ড বক্সটি বাজাতে দিয়েছিলেন। কিন্তু রাত ১০ টার পরেও থামছিল না গান। এদিকে সনাতনের অসুস্থ প্রতিবেশীর ঘুমোতে অসুবিধা হওয়ায় ক্লাব থেকে নিজের সাউন্ড বক্স বাড়ি নিয়ে আসেন তিনি। এরপরেই ৪ জন প্রতিবেশী সনাতনের বাড়িতে চড়াও হয়ে তাঁকে খুন করে বলে অভিযোগ।