নয়াদিল্লি: শনিবার “থলপতি”-র জনসভা পরিণত হয় মৃত্যুমিছিলে। রবিবার পর্যন্ত TVK-প্রধান বিজয়ের (Vijay) জনসভায় পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৯, আহত প্রায় ৫৮। মৃতদের মধ্যে প্রায় ৮ জন শিধু এবং প্রায় ১৬ জন নারী রয়েছেন বলে জানা গিয়েছে। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয় (PMO)। সেইসঙ্গে আহতদের চিকিৎসার জন্য মাথাপিছু ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণাও করা হয়েছে।
প্রধানমন্ত্রী জাতীয় রিলিফ ফান্ডের আওতাও এই ক্ষতিপূরণ দেওয়া হবে। রবিবার প্রধানমন্ত্রীর দফতরের তরফে এক্সে পোস্ট করে এই কথা জানানো হয়েছে। সেখানে বলা হয়, PMNRF-এর অধীনে “তামিলনাড়ুর কারুরে বিজয়ের জনসভায় পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ২ লক্ষ এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে”।
সমাজমাধ্যমে কারুরে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবার ও আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি লেখেন, “তামিলনাড়ুর কারুরের রাজনৈতিক মিছিলের দুর্ঘটনা খুবই দুঃখজনক। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।”
ক্ষতিপূরণের ঘোষণা বিজয়ের
জনসভায় পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ২০ লক্ষ টাকা এবং আহতদের ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন ‘থলপতি’ বিজয় (Vijay)। এটিকে “অপূরণীয় ক্ষতি” বলে অভিহিত করে বিজয় বলেন, “আমি যাদের সাথে দেখা করেছি তাদের মুখগুলো আমার মনে ভেসে উঠছে। আমি যতই প্রিয়জনদের কথা ভাবি যারা আমায় ভালোবাসে, ততই তাঁরা কাছ থেকে আরও সরে যায়।”
ক্ষতিপূরণ ঘোষণা করে তদন্তের নির্দেশ দিয়েছেন স্ট্যালিন
শনিবার মৃত্যুর খবর পেতেই উদ্বেগ প্রকাশ করেছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (M K Stalin)। অসুস্থদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন তিনি। ইতিমধ্যেই পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। সেইসঙ্গে আহতদের চিকিৎসার জন্য ১ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে ঘটনার দ্রুত তদন্তেরও নির্দেশ দিয়েছেন স্ট্যালিন।