নেহরুর লেখা ব্যক্তিগত চিঠি ফিরিয়ে দিন, রাহুলের কাছে আর্জি ‘প্রধানমন্ত্রী সংগ্রহশালার’

নয়াদিল্লি: সোনিয়া গান্ধীর কাছে গচ্ছিত রয়েছে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর লেখা ব্যক্তিগত চিঠি৷ সেই চিঠি ফিরিয়ে দেওয়া হোক। এই আর্জি জানিয়ে সোনিয়া-তনয় তথা কংগ্রেস…

pmml requests to return nehru-s letters

নয়াদিল্লি: সোনিয়া গান্ধীর কাছে গচ্ছিত রয়েছে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর লেখা ব্যক্তিগত চিঠি৷ সেই চিঠি ফিরিয়ে দেওয়া হোক। এই আর্জি জানিয়ে সোনিয়া-তনয় তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে চিঠি দিল দিল্লির ‘প্রধানমন্ত্রী সংগ্রহশালা এবং গ্রন্থাগার’ (প্রাইম মিনিস্টারস মিউজ়িয়াম অ্যান্ড লাইব্রেরি বা পিএমএমএল)। গত ১০ ডিসেম্বর লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর কাছে চিঠি পাঠান পিএমএমএল-এর সদস্য রিজওয়ান কাদরি। ওই চিঠিতে তিনি রাজ্যসভার কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধীর কাছ থাকা জওহরলাল নেহরুর লেখা চিঠিগুলির আসল প্রতিলিপি না হলেও, সেগুলির ফটোকপি বা ডিজিটাল কপি সরবরাহ করার জন্য অনুরোধ করেছেন। চিঠিগুলির ঐতিহাসিক গুরুত্ব বিচার করেই সেগুলি ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে৷ (pmml requests to return nehru-s letters)

কাকে কাকে চিঠি? pmml requests to return nehru-s letters

উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসেও সোনিয়া গান্ধীর কাছে অনুরূপ একটি চিঠি পাঠানো হয়েছিল। ১৯৭১ সাল থেকে জওহরলাল নেহরু স্মৃতি মিউজিয়াম এবং গ্রন্থাগারে (PMML) নেহরু স্মৃতি ট্রাস্টের কাছে ওই চিঠিগুলি রাখা ছিল। তবে, ২০০৮ সালে ইউপিএ জমানায় ওই চিঠিগুলি বাক্সে ভরে সোনিয়া গান্ধীকে পাঠানো হয় বলে জানা যায়৷ দেশের প্রথম প্রধানমন্ত্রী ওই ব্যক্তিগত চিঠিগুলি অ্যালবার্ট আইনস্টাইন, জয়প্রকাশ নারায়ণ, পদ্মজা নায়ডু, বিজয়লক্ষ্মী পণ্ডিত, অরুণা আসফ আলি, বাবু জগজীবন রাম, গোবিন্দবল্লভ পন্থ, এডুইনা মাউন্টব্যাটেনকে লিখেছিলেন।

   

নথিগুলির গুরুত্ব অসীম pmml requests to return nehru-s letters

গান্ধী পরিবারের উদ্দেশ্য লেখা চিঠিতে কাদরি লিখেছেন, নেহরুর ব্যক্তিগত নথিগুলি ১৯৭১ সালে তাঁর কন্যা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী PMML-কে ‘সম্পূর্ণ উপহারের বদলে নিরাপত্তার জন্য’ প্রদান করেছিলেন। পরে সোনিয়া গান্ধী সেগুলি নিজের কাছে নিয়ে যান৷ কাদরি তাঁর চিঠিতে লেখেন, এই নথিগুলির গুরুত্ব নিশ্চিত ভাবেই গান্ধী পরিবারের কাছে অসীম৷ তবে এগুলির ঐতিহাসিক গুরুত্ব বিচার করে, তা PMML-কে ফিরিয়ে দেওয়া হোক৷ যাতে গবেষকদের কাছে তা সহজে উপলবদ্ধ হতে পারে৷ 

Bharat: PMML requests Sonia Gandhi to return Jawaharlal Nehru’s personal letters. Rahul Gandhi receives letter urging return of historically significant documents. Copies or digital versions requested.