Amit Shah: মোদীর পর প্রধানমন্ত্রীর কুর্সিতে অমিত! কেজরিকে মোক্ষম জবাব শাহ-র

Amit Shah:  বিজেপির সাংগঠনিক নীতির কথা তুলে ধরে কেজরিওয়াল বলেছিলেন, নরেন্দ্র মোদী নন, প্রধানমন্ত্রীর কুর্সিতে আসলে বসবেন অমিত শাহ। দিল্লির মুখ্যমন্ত্রীকে পাল্টা দিতে সেই দলীয়…

PM To Quit At 75 Says Arvind Kejriwal No Such Rule Responds Amit Shah, মোদীর পর প্রধানমন্ত্রীর কুর্সিতে অমিত! কেজরিকে মোক্ষম জবাব শাহ-র

Amit Shah:  বিজেপির সাংগঠনিক নীতির কথা তুলে ধরে কেজরিওয়াল বলেছিলেন, নরেন্দ্র মোদী নন, প্রধানমন্ত্রীর কুর্সিতে আসলে বসবেন অমিত শাহ। দিল্লির মুখ্যমন্ত্রীকে পাল্টা দিতে সেই দলীয় সংবিধানকেই বেছে নিলেন মোদীর ডেপুটি শাহ। সাফ জানালেন, মোদীই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী, এ নিয়ে দেশবাসীর কোনও বিভ্রান্তি নেই।

কী বলেছেন কেজরিওয়াল?

   

জেল থেকে অন্তবর্তীকালীন জামিনে মুক্ত হয়েই শনিবার সাংবাদিক বৈঠক করেন আপ নেতা কেজরিওয়াল। বলেন, ‘২০২৫ সালের ১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদীর বয়স হবে ৭৫ বছর। ২০১৪ সালে মোদীজি নিয়ম তৈরি করেছিলেন বিজেপি-তে ৭৫ ঊর্ধ্ব সকলকেই অবসর নিতে হবে। সর্বপ্রথম লালকৃষ্ণ আডবানিকে অবসর নেওয়ানো হয়। এরপর একে একে মুরলি মনোহর জোশী, সুমিত্রা মহাজন, যশবন্ত সিনহাকে অবসর নিতে বলা হয়। এবার মোদীজি আগামী বছর ১৭ সেপ্টেম্বর অবসর গ্রহণ করবেন। এবার বিজেপি বলুক তাদের প্রধানমন্ত্রীর কুর্সিতে কে বসবেন?’

জবাবও নিজেই দিয়েছেন আপ প্রধান। তিনি বলেন, ‘যদি বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসে তবে আগামী দু’মাসে যোগীজির খেল খতম করবে। তারপর মোদীজির সরবচেয়ে কাছের অমিত শাহকে প্রধানমন্ত্রী করা হবে। মোদীজি নিজের জন্য নয়, অমিত শাহের জন্য ভোট চাইছেন।’

কী জবাব অনিত শাহ-র?

পাল্টা কেজরিকে কড়া জবাব দিয়েছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বলেছেন, ‘আমি অরবিন্দ কেজরিওয়াল ও কোম্পানি এবং ইন্ডিয়া ব্লককে বলতে চাই যে বিজেপির সংবিধানে (৭৫ বছর বয়সের সীমা বিধি) এসব কিছুই উল্লেখ নেই। প্রধানমন্ত্রী মোদী এবারের মেয়াদ-ই শুধু নয়, আগামিতেও তিনিই দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে মোদী নেতৃত্বে থাকবেন। এ নিয়ে দেশবাসীর মনে কোনও বিভ্রান্তি নেই’

শাহ কেজরিওয়ালের ‘অতিরিক্ত আত্মবিশ্বাস’ নিয়েও প্রশ্ন তুলেছেন এবং অন্তবর্তীকালীন জামিনকে ইঙ্গিত করেছেন। বলেছেন,

Amit Shah: ‘বিজেপি নির্বাচনে জিতলে আমরা…’, মুসলিম সংরক্ষণ নিয়ে বড় ঘোষণা অমিত শাহর

‘অরবিন্দ কেজরিওয়ালকে নির্বাচনী প্রচার চালানোর জন্য অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে। তিনি সুপ্রিম কোর্টের কাছে প্রার্থনা করেছিলেন যে তাঁর গ্রেফতার ভুল ছিল, কিন্তু সুপ্রিম কোর্ট তাতে সম্মত হয়নি। অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে শুধুমাত্র ১ জুন পর্যন্ত। ২ তারিখ তাঁকে আত্মসমর্পণ করতে হবে।’

Arvind Kejriwal: এবার বিজেপি জিতলেই মমতা জেলে! বড় বোমা কেজরিওয়ালের

অমিত শাহের কথায়, ‘যদি অরবিন্দ কেজরিওয়াল এটিকে ক্লিন চিট হিসাবে বিবেচনা করেন, তবে আইন সম্পর্কে তাঁর বোঝার দুর্বলতা রয়েছে।’ কটাক্ষের সুরে শাহ মনে করিয়ে দিয়েছেন যে, কেজরিওয়াল সরকারি কোনও নথিতে স্বাক্ষর করতে বা দিল্লি সচিবালয়ে যেতে পারবেন না। যে কোনও জরুরি নথিতে স্বাক্ষর করতে হলে তাঁকে লেফটেন্যান্ট গভর্নরের কাছ থেকে অনুমতি নিতে হবে।

সুপ্রিম কোর্ট বলেছে যে লোকসভা নির্বাচন মুখ্যমন্ত্রীর অন্তর্বর্তী জামিনের বিবেচনার জন্য উদ্বুদ্ধ করেছে, আদালতের পক্ষে যুক্তি শেষ করা বা ইডি দ্বারা তাঁর গ্রেফতারকে চ্যালেঞ্জ করে আবেদনের রায় ঘোষণা সম্ভব নয়।