HomeBharatPM Modi Meeting: আজ মন্ত্রী পরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী

PM Modi Meeting: আজ মন্ত্রী পরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী

- Advertisement -

নিউজ ডেস্ক: ক্রমশ বেড়ে চলেছে করোনাভাইরাসের ওমিক্রন (Omicron) ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা। এরইমধ্যে আজ মন্ত্রী পরিষদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রিপোর্ট অনুসারে, আজ বিকেল ৪টেয় এই বৈঠক হতে পারে। সব মন্ত্রীই বৈঠকে উপস্থিত থাকতে পারেন। জানা যাচ্ছে, মন্ত্রী পরিষদের এই বৈঠকে উত্তরপ্রদেশ ও পঞ্জাবের আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি করোনাভাইরাসের নতুন রূপ ওমিক্রনের বাড়ন্ত সংক্রমণ নিয়েও আলোচনা হতে পারে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) গত বৃহস্পতিবারই দেশের কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেছিলেন। সেই বৈঠকে কেন্দ্রীয় সরকারের উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। সেখানে তিনি দেশের করোনা পরিস্থিতি নিয়ে বিস্তারিত খোঁজ খবর নেন। সেই বৈঠকে প্রধানমন্ত্রী ওমিক্রন নিয়ে কী কী সতর্কতা পালন করা উচিত তা নিয়েও আলোচনা করেন। পাশাপাশি তিনি সমাধান নিয়েও আলোচনা করেছিলেন।

   

আগামী বছর উত্তর প্রদেশ, পঞ্জাব, গোয়া, উত্তরাখণ্ড ও মণিপুরে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। যার মধ্যে গুরুত্বপূর্ণ হল উত্তর প্রদেশ ও পঞ্জাব। পঞ্জাবে কংগ্রেসের অবস্থা শোচনীয়। অন্যদিকে, উত্তর প্রদেশে বিজেপি ক্ষমতা ধরে রাখতে মরিয়া চেষ্টা করছে। এই অবস্থায় প্রধানমন্ত্রীও উত্তর প্রদেশের জন্য বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। তিনি একাধিকবার উত্তর প্রদেশ সফরও করেছেন। 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular