নতুন সরকার গঠনের আগেই আজ বুধবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন নরেন্দ্র মোদী। আজ দুপুরে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে গিয়ে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে খবর।
ইতিমধ্যে সামাজিক মাধ্যমে বেশ কিছু ভাইরাল হয়েছে। এদিন রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের সঙ্গে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। রাষ্ট্রপতি পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রিপরিষদকে দায়িত্ব চালিয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রপতি ভবন।
গতকাল মঙ্গলবারই নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে। কমিশনের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, বিজেপি একটি বড় জয় পেয়েছে। ৫৪৩টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ২৪০টি আসন, কংগ্রেস পেয়েছে ৯৯টি আসন। ২৭২ সংখ্যাগরিষ্ঠতার গণ্ডি পেরিয়ে গেলেও টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। বিজেপির পারফরম্যান্স চিত্তাকর্ষক। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাট সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যে আসন জিতেছে।
Prime Minister Narendra Modi called on President Droupadi Murmu at Rashtrapati Bhavan. The Prime Minister tendered his resignation along with the Union Council of Ministers. The President accepted the resignation and requested the Prime Minister and the Union Council of Ministers… pic.twitter.com/SHIj1UMWpY
— ANI (@ANI) June 5, 2024